সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে জো বাইডেনের নানা কীর্তি প্রশ্ন তুলেছিল তাঁর সুস্থতা নিয়ে। বিরোধী শিবির দাবি করে স্মৃতিভ্রম হয়েছে বাইডেনের। এবার মহারাষ্ট্র নির্বাচনের প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একই অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ জো বাইডেনের মতো স্মৃতিভ্রম হয়েছে নরেন্দ্র মোদির।
শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল। সেখানে জনসভায় তিনি বলেন, “আমার বোন (প্রিয়াঙ্কা গান্ধী) আমায় বলল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সব বিষয় নিয়ে সরব হচ্ছে যা নিয়ে আমি সরব হচ্ছি। আমি ওনাকে লোকসভাতে জানিয়েছিলাম, জাতগণনার করা হোক দেশে। এবং সংরক্ষণে নির্ধারিত ৫০ শতাংশ সীমা তুলে নেওয়া হোক। এখন উনি নির্বাচনী প্রচারে গিয়ে বলছেন আমি নাকি সংরক্ষণের বিরুদ্ধে! আসলে উনি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির মতো ভুলে যাওয়ার সমস্যার পড়েছেন।”
একইসঙ্গে রাহুল গান্ধী বলেন, “গত এক বছর ধরে, লে আসছি যে বিজেপি সংবিধানকে আক্রমণ করছে। কিন্তু, প্রধানমন্ত্রী মোদি বলছেন যে কংগ্রেস সংবিধানকে আক্রমণ করছে। প্রধানমন্ত্রী হয়ত কোনও দিন বলবেন, আমি জাতগণনার বিরুদ্ধে।”
উল্লেখ্য, এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন জো বাইডেন। তবে তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। একটি অনুষ্ঠানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কথা বলতে গিয়ে তাঁকে বলেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনকী প্রকাশ্য মঞ্চে নিজের স্ত্রীকেও চিনতে ভুল করেন তিনি। বার বার এই ঘটনায় মাঝপথে প্রার্থী বদল করে তাঁর জায়গায় ভোটে লড়েন কমলা হ্যারিস। এবার সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমন শানালেন রাহুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.