Advertisement
Advertisement
LIC

এবার স্বাস্থ্য বিমায় চমক দেবে LIC! চালু হলে কী কী নতুন সুবিধা?

বর্তমানে এলআইসির যে স্বাস্থ্য বিমা রয়েছে, তাতে গ্রাহকরা দীর্ঘমেয়াদি সুবিধা পেয়ে থাকেন।

LIC's new plan on health insurance

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:May 29, 2024 1:18 pm
  • Updated:May 29, 2024 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার স্বাস্থ্য বিমা আনার পরিকল্পনা করছে ভারতীয় জীবন বিমা নিগম। লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC India) সূত্রেই মিলেছে এই খবর। এর জন্য অধিগ্রহণ পাওয়ার নেওয়ার চেষ্টাতেও রয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জীবন বিমার বাজারে এলআইসির একচ্ছত্র আধিপত্যের পর এবার স্বাস্থ‌্য ক্ষেত্রেও হাত বাড়াতে চলেছে তারা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানিটির খরচ কমাতে একসঙ্গে একাধিক ইনসিওরেন্স চালু করার প্রস্তাব দেয় সংসদীয় প্যানেল। বর্তমানে এলআইসির যে স্বাস্থ্য বিমা রয়েছে, তাতে গ্রাহকরা দীর্ঘমেয়াদি সুবিধা পেয়ে থাকেন। হাসপাতালের খরচ বা ক্যাশলেস চিকিৎসার সুবিধা দিতে হলে এলআইসিকে বদলাতে হবে তাদের ব‌্যবস্থা, যা লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর হতে পারে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার মুখ খুলেছেন এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি। এবার তিনি জানালেন, “আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করছি। আশা করছি নতুন সরকার ক্ষমতায় এলে কম্পোজিট লাইসেন্সের অনুমতি দেবে। সাধারণ বিমার ক্ষেত্রে আমাদের কিছু খামতি রয়েছে। সেই কারণেই স্বাস্থ্য বিমার দিকে ঝুঁকতে চাইছি। সেখানে ব্যবসা ভালো হবে বলে আমরা আশাবাদী।”

Advertisement

[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]

২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ২.৩ কোটির হেলথ ইনসিওরেন্সের কভার জারি করেছিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা, যার সুবিধা পেয়েছেন ৫৫ কোটি গ্রাহক। এর মধ্যে সরকারের স্পনসর করা ব্যবসার আওতায় রয়েছে ৩০ কোটি টাকা। বাকি ২০ কোটি টাকা রয়েছে গ্রুপ ইনসিওরেন্সের আওতায়। সরকার ও বিমা নিয়ন্ত্রণকারী সংস্থাগুলি চাইছে বাজারে আসুক আরও অনেক হেলথ ইনস্যুরেন্স। আর তাই এলআইসিকে সেখানে নামাতে চাইছেন তাঁরা। অর্থমন্ত্রকের পদস্থ আমলাদের দাবি, এতে চাঙ্গা হবে স্বাস্থ্য বিমার বাজার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বর্ষে ২.৯ লাখ নতুন জীবন বিমা পলিসি নিয়ে আসে এলআইসি। যার আওতায় প্রায় তিন লাখ গ্রাহক রয়েছেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য বিমা লঞ্চ করলে প্রাথমিকভাবে এই সংখ্যা অন্তত দ্বিগুণ হবে বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement