Advertisement
Advertisement

Breaking News

LIC

১১ মার্চ বাজারে আসতে পারে LIC’র শেয়ার, দাম জানলে চমকে যাবেন

শুরুতে LIC'র শেয়ার কেনার সুযোগ পাবেন শুধু বড় বিনিয়োগকারীরা!

LIC likely to launch 8 Billion doller IPO on March 11 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 18, 2022 5:05 pm
  • Updated:February 18, 2022 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) তৃতীয় তরঙ্গ নিয়ে দেশ তোলপাড় হলেও কোনওভাবেই থেমে নেই অর্থনীতির চাকা। নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সরকার একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার হয় বেসরকারিকরণ নাহয় বিকেন্দ্রিকরণের টার্গেট নিয়েছে অর্থমন্ত্রক। সেই লক্ষ্যে নতুন আর্থিক বছরের শুরুতেই লগ্নিক্ষেত্রে আসছে একাধিক বড় সংস্থার আইপিও। তার মধ্যে অধিকাংশ লগ্নিকারীর নজর একটি সংস্থার দিকে। সেটি হল দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি (LICI)।

LIC likely to launch 8 Billion doller IPO on March 11

Advertisement

সূত্রের খবর, আগামী ১১ মার্চ বাজারে আসতে পারে দেশের সর্ববৃহৎ বিমা সংস্থার আইপিও। তবে প্রথম দু’দিন শুধু বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টরদের আইপিও খোলা হবে। অন্তত তিনটি সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’দিন বাদে অর্থাৎ ১৩ বা ১৪ মার্চ থেকে সাধারণ বিনিয়োগকারীরাও এলআইসির শেয়ার কিনতে পারবেন।

[আরও পড়ুন: ফের আতঙ্ক ছড়াচ্ছে Bird flu! এবার মহারাষ্ট্রে ২৫ হাজার মুরগি নিধনের নির্দেশ]

প্রাথমিকভাবে খবর, এলআইসি আইপিও-র (IPO) প্রস্তাবিত বাজার মূল্য হতে পারে প্রায় ৮ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা। যা বহু বিনিয়োগকারীর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাজার বিশেষজ্ঞদের একটা বড় অংশ মনে করছেন এত বড় অঙ্কের আইপিও এর আগে বাজারে আসেনি। ইতিমধ্যেই এলআইসির আইপিওর খসড়া প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন সংস্থার আধিকারিকরা। মার্চের প্রথম সপ্তাহেই সেবির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে সেই খসড়া। অনুমোদন পেলেই বাজারে পা রাখবে এলআইসির এই ইনিশিয়াল পাবলিক অফারিং।

[আরও পড়ুন: ‘তসলিমা ঘৃণার প্রতীক’, হিজাবপন্থীদের আক্রমণ করে ওয়েইসির তোপের মুখে লেখিকা]

কেন্দ্র জানিয়েছে, এই আইপিওর আওতায় জারি করা শেয়ারের প্রায় ১০ শতাংশ সংস্থার পলিসি হোল্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁরা কিছুটা বাড়তি ছাড়ও পাবেন। অন্য লগ্নিকারীদের তুলনায় সস্তাতে এই শেয়ার (LIC Share) কিনতে পারবেন তাঁরা। বিমা গ্রাহকদের শেয়ারে উৎসাহী করতেই সংস্থার এমন উদ্যোগ। কারণ গত কয়েক বছরে মানুষের মধ্যে শেয়ারে লগ্নির প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ২০২১-এর ডিসেম্বরে সংস্থার ওয়েবসাইটে আইপিও সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে এলআইসি। যেখানে বলা হয়েছে, আলাদা করে পলিসি হোল্ডারদের জন্য আইপিও রাখা হবে। কোম্পানির পলিসি হোল্ডাররা চাইলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সরাসরি এই শেয়ার কিনতে পারেন। তবে যিনি শেয়ার কিনতে চান তাঁর আধার নম্বরের সঙ্গে এলআইসি-র লিঙ্ক থাকতে হবে। এবং প্যান কার্ডের বিষয়ে আপডেট থাকতে হবে। কিন্তু এর শেয়ারের মূল্য কত হবে? মনে করা হচ্ছে, সরকার এই শেয়ারের মূল্য সাধারণ মধ্যবিত্তদের নাগালের মধ্যেই রাখতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement