সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাউদাউ করে জ্বলছে মুম্বইয়ের (Mumbai) শপিং মল। শনিবার ভোররাতে তিনতলা শপিং মলের (Shopping Mall) গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে বলে খবর। দমকলের ১৪টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার রোবটও ব্যবহার করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসতে আরও দুঘণ্টা সময় লাগবে বলে জানাচ্ছেন দমকল আধিকারিকরা।
বিপদ যেন পিছু ছাড়ছে না বাণিজ্যনগরীর। করোনা সংক্রমণে বিধ্বস্ত মুম্বই (Mumbai)। গোদের উপর বিষফোঁড়ার মতো চেপে বসেছে কখনও ঘূর্ণিঝড় তো কখনও প্রবল বৃষ্টি। এতগুলো বিপদ সামলে ওঠার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল মুম্বই বরিভেলি (Bariveli) এলাকা। সূত্রের খবর, রাত তিনটে নাগাদ ইন্দ্রপ্রস্থ শপিং মলে আগুন ধরে যায়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
Maharashtra: A level 4 fire broke out at a shopping centre in Borivali West of Mumbai earlier this morning; 14 fire engines and Police are at the spot. Fire fighting operations are still underway. pic.twitter.com/tRAXr8guSt
— ANI (@ANI) July 11, 2020
প্রত্যদর্শীরা জানাচ্ছেন, তিনতলা শপিং মলের বেসমেন্টে আগুন ধরেছে। সেই আগুন একতলায় ছড়িয়ে গিয়েছে। গোটা এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়। গত ছঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। জেসিবি মেশিন দিয়ে শপিং মলের চারিদিকের রেলিং ভেঙে দেওয়া হয়েছে। দমকলের ১৪টি ইঞ্জিন কাজ করছে। পাশাপাশি প্রায় ১০টি জলের ট্যাংক আনা হয়েছে। কাজ করছে ফায়ার রোবটও। তবে আগুন আয়ত্বে আনতে আরও দুঘণ্টা সময় লাগবে বলে জানাচ্ছেন মহারাষ্ট্রের দমকলবিভাগের কর্মীরা।
The fire flames have spread to the upper floors of the shopping centre. A fire robot has been deployed along with our team. In the next 2 hours, the fire might come under control: PS Rahangdale, Chief Fire Officer, Mumbai #Maharashtra pic.twitter.com/ZcDXbPGlW0
— ANI (@ANI) July 11, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.