সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা। মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে দশেরার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাবণের প্রতিকৃতি পোড়ানোর সঙ্গে তিনি বলেন, “যারা জাতি ও ধর্মের নামে দেশভাগ করতে চায়, সম্প্রীতি নষ্ট করতে চায় রাবণের সঙ্গে দহন হচ্ছে তাদেরও।”
এএনআই সূত্রে খবর, এদিন রামলীলা ময়দান থেকে মোদি (Narendra Modi) বলেন, “ভারত আজ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। কিন্তু জাতপাত ও ধর্মের নামে দেশ বিভাজনের পরিকল্পনা চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, আজ এই রাবণের প্রতিকৃতির সঙ্গে তাদেরও দহন হচ্ছে, যারা জাতি ও ধর্মের নামে যারা দেশভাগ করতে চায়। বিনাশ হোক সব কিছুর যার কারণে সমাজের পারস্পরিক সম্প্রীতি নষ্ট হচ্ছে।” গত ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন জাতিভিত্তিক সমীক্ষার তথ্য প্রকাশ করে বিহার সরকার। যা নিয়ে বিতর্কও হয়। বিশেষজ্ঞদের মতে, এই সমীক্ষার বিরুদ্ধেই আরও একবার দশেরার অনুষ্ঠান থেকে নাম না করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
#WATCH | Prime Minister Narendra Modi says “We have to keep in mind that today the burning of Ravana should not be just the burning of an effigy. This should be the burning of every deformity due to which the mutual harmony of the society deteriorates. Let this be the burning of… pic.twitter.com/wGJ8bafqVw
— ANI (@ANI) October 24, 2023
দশেরার উৎসব থেকে প্রধানমন্ত্রী মোদি রামমন্দির (Ram mandir) নিয়েও বার্তা দেন। তিনি বলেন, “খুব শীঘ্রই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমরা খুব ভাগ্যবান যে ভগবান রামের জন্মভূমি অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে। ভগবান রামের আগমন শুধু সময়ের অপেক্ষা। এটা আমাদের ধৈর্যের জয়।” একই সঙ্গে তিনি সকলকে নবরাত্রি ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক।”
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই লক্ষ্যেই দিনরাত এক করে কাজ চলছে। আগামী ২২ জানুয়ারি বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোদিই গর্ভগৃহে স্থাপন করবেন রামলালাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.