Advertisement
Advertisement

বান্দিপোরায় জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলে গুলি, নিকেশ লস্কর জঙ্গি মুসা

জঙ্গি দমন অভিযানে নেমেছে ভারতীয় সেনাবাহিনী৷

LeT commander Abu Musa was killed in an encounter with police and security forces in J&K's Bandipora
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2017 10:33 am
  • Updated:January 19, 2017 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানটান উত্তেজনার পর অবশেষে জঙ্গিমুক্ত জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা৷ কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হল এক শীর্ষ লস্কর জঙ্গি আবু মুসা৷ আল বদর জঙ্গি মুজফফর আহমেদের পর এই লস্কর জঙ্গির মৃত্যু পাক জঙ্গিদের মনোবলে চিড় ধরাতে পারবে বলেই মনে করছেন সেনাবাহিনীর শীর্ষ কর্তারা৷ বান্দিপোরায় আত্মগোপন করে সাধারণতন্ত্র দিবসের আগে দেশে বড় ধরনের হামলার ছক ছিল মুসার, খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে৷

(সাধারণতন্ত্র দিবসে নাশকতার ছক বানচাল, সেনার গুলিতে খতম ৩ জঙ্গি)

লস্কর জঙ্গিরা প্রচুর অস্ত্রশস্ত্র-সহ বান্দিপোরায় লুকিয়ে রয়েছে বলে সেনাবাহিনীকে খবর দেন গোয়েন্দারা৷ সেই মতো শুরু হয় জঙ্গি নিধন অপারেশন৷ জঙ্গিদের গোপন ঘাঁটি ঘিরে ফেলে কয়েক ঘন্টা ধরে গুলিবর্ষণ করতে থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ পাল্টা জঙ্গিরাও গুলি চালায়৷ তবে সেনাবাহিনীর সামনে বেশিক্ষণ টিকতে পারেনি মুসা৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়৷ বান্দিপোরার হাজিন এলাকায় চলে এই গুলির লড়াই৷ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী জানিয়ে দেয়, অপারেশন শেষ৷ নিকেশ হয়েছে আবু মুসা৷ জঙ্গিদের ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ সেনাবাহিনীর তরফে নিহত জঙ্গির ছবিও প্রকাশ করা হয়৷

Advertisement

(কাশ্মীরে গুলির লড়াই, খতম কুখ্যাত লস্কর জঙ্গি)

গত বেশ কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর জঙ্গিদের আনাগোনা বেড়ে গিয়েছে৷ ২৬ জানুয়ারির আগে ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা৷ জঙ্গিদের টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের বেশ কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা৷ কেন্দ্রীয় গোয়েন্দারা এ বিষয়ে আগেভাগেই সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রককে৷ গোয়েন্দাদের সতর্কবার্তা পেয়েই সাধারণতন্ত্র দিবসের আগে দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ সীমান্তবর্তী এলাকাতেও চলছে বাড়তি নজরদারি৷ মাত্র ৭২ ঘন্টা আগেই জম্মু ও কাশ্মীরের অনন্তবাগে সেনার গুলিতে আরও তিন জঙ্গি নিহত হয়৷ গত ৬ জানুয়ারি বুদগাম জেলার মাচু এলাকায় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনীর গুলিতে নিহত হয় আল বদর জঙ্গি মুজফফর আহমেদ৷

(আখনুরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলায় নিহত তিন)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement