Advertisement
Advertisement
Assembly Elections

জোটপ্রস্তাবে সাড়া দিল না কংগ্রেস, ৩ রাজ্যে একা লড়ার সিদ্ধান্ত সিপিএমের

একটি রাজ্যে এখনও আসন সমঝোতার চেষ্টা চলছে।

Left parties likely to go solo in 3 states Assembly Elections | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 31, 2023 4:19 pm
  • Updated:October 31, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোটের চেষ্টা করা হয়নি তেমন নয়। কিন্তু কংগ্রেসের তরফে সেভাবে সাড়া মেলেনি। তাই শেষপর্যন্ত ৩ রাজ্যের বিধানসভা ভোটে একলা চলার সিদ্ধান্ত নিল সিপিএম-সহ বামেরা। তবে একটি রাজ্যে এখনও কংগ্রেসের (Congress) সঙ্গে জোটের আশা ছাড়ছে না বামেরা।

সিপিএম সূত্রের খবর, কংগ্রেসের তরফে সাড়া না মেলায় রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে দল একা লড়বে। একই সিদ্ধান্ত নিয়েছে আরেক বাম দল সিপিআই (CPI)। এই তিন রাজ্যের মধ্যে রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার। আর মধ্যপ্রদেশে কংগ্রেস শক্তিশালী এবং এবার সরকারে ফেরার মরিয়া চেষ্টা করছে। এই তিন রাজ্যের কিছু কিছু পকেটে ভালো সংগঠন রয়েছে বামেদের। বিশেষ করে রাজস্থান এবং নকশাল অধ্যুষিত ছত্তিশগড়ে। এর মধ্যে রাজস্থানে সিপিএমের বিধায়কও আছে।

Advertisement

[আরও পড়ুন: স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন চন্দ্রবাবু নায়ড়ু]

সিপিএম চাইছিল এই তিন রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোট করে লড়তে। কিন্তু কংগ্রেস এই রাজ্যগুলিতে কোনও দলের জন্য আসন ছাড়তে রাজি হয়নি। শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই তিন রাজ্যে নিজেদের শক্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। রাজস্থানে ১৭, মধ্যপ্রদেশে চার এবং ছত্তীসগঢ়ে তিনটি আসনে প্রার্থী দিচ্ছে তারা। তেলেঙ্গানায় আসন সমঝোতার বিষয়ে এখনও চেষ্টা চলছে। সেরাজ্যেও বাম দলগুলির ভালো সংগঠন রয়েছে। সেখানে কংগ্রেসও জমি ছাড়তে পারে।

[আরও পড়ুন: চারদিনে ৩ বার খুনের হুমকি মুকেশ আম্বানিকে, এবার ৪০০ কোটির দাবি]

তাৎপর্যপূর্ণ ভাবে, রাজস্থানে আগেরবার কংগ্রেসকে সরকার গড়তে সাহায্য করেছিল। এবারও যে তাঁদের মূল লড়াই বিজেপির বিরুদ্ধেই, সেটা বুঝিয়ে দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement