Advertisement
Advertisement

প্রচারেই ডাকেনি কংগ্রেস, দিল্লি পুরসভা নির্বাচনের পর প্রতিক্রিয়া শীলার

হঠাৎ কেন গান্ধী পরিবারের ‘ঘনিষ্ঠ’ শীলা দীক্ষিতের মুখে এই প্রতিক্রিয়া?

Left out of Cong campaign, says Sheila Dikshit after Delhi debacle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 26, 2017 7:24 am
  • Updated:April 26, 2017 7:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলা হত তাঁকে৷ দিল্লির মসনদেও আসীন ছিলেন তিনি৷ কিন্তু সুসময়ের সঙ্গে সঙ্গে বোধহয় সুসম্পর্কগুলিও চলে যায়৷ ঘনিষ্ঠ বৃত্তও হয়ে ওঠে বিদ্রোহী৷ এই বিদ্রোহের আঁচ পাওয়া গিয়েছিল দিল্লির পুরসভা নির্বাচনের আগেই৷ যখন দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিং লাভলি ও প্রাক্তন যুব কংগ্রেসনেতা অমিত মালিক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ এর কিছুদিন পরই রাহুল গান্ধীকে ‘অযোগ্য’ বলার অভিযোগে দল থেকে বরখাস্ত করা হয় বরখা শুক্লা সিংকে৷ এবার এই তালিকায় নয়া সংযোজন গান্ধী পরিবারের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত শীলা দীক্ষিত৷

[বিসর্জনের জন্যও আদালতের অনুমতি লাগছে কেন, প্রশ্ন অমিতের]

Advertisement

দিল্লি পুরসভা নির্বাচনের পরই এই বিতর্কিত মন্তব্য করে বসলেন শীলা৷ এদিন হারের প্রতিক্রিয়া দিতে গিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের আরও উদ্যম নিয়ে বাইরে বেরিয়ে এসে প্রচার করা উচিত ছিল৷ এর পরই প্রশ্ন ওঠে, শীলা নিজে কেন প্রচারে আসেননি? যার উত্তরে কংগ্রেসের নেত্রী বলেন, তাঁকে প্রচারের জন্য ডাকাই হয়নি৷ সে কারণেই তিনি প্রচার করতে আসেননি৷

[দিল্লির বিশ্ববিদ্যালয়ে পাক হ্যাকারদের হামলা, প্রতিবাদে সরব ABVP]

পরে অবশ্য শীলা বলেন এটি দলের বিষয়৷ হারের কারণ খতিয়ে দেখা হবে৷ এর থেকে শিক্ষা নেওয়া হবে৷ তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷ পুরসভা নির্বাচনে খারাপ ফলের দায় ইভিএম কারছুপির উপর চাপিয়েছে আপ৷ সে প্রসঙ্গে শীলা বলেন, যে দলই হারে ইভিএমের উপরই দোষ চাপায়৷ এ প্রসঙ্গে পাঞ্জাব নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে তো ইভিএম কারছুপির অভিযোগ তোলা হয়নি? শীলার এই আচমকা মন্তব্যে নতুন করে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি কংগ্রেস৷ এমনটাই মত বিশেষজ্ঞদের৷

[নিলামে বাদ পড়ার যন্ত্রণা মনোজের ব্যাটিংয়ে দেখছি: দীপ দাশগুপ্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement