Advertisement
Advertisement

Breaking News

JNU

ফের লাল পতাকা উড়ল জেএনইউ-তে, ছাত্র সংসদের ভোটে ভরাডুবি গেরুয়া শিবিরের

জেএনইউ-র সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক - এই  চার আসনেই জয়ী হলেন বাম প্রার্থীরা।

Left candidates win in four important posts in JNUSU Election over ABVP
Published by: Sucheta Sengupta
  • Posted:March 25, 2024 9:10 am
  • Updated:March 25, 2024 9:17 am  

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP)। সংসদের একাধিক পদে জয়জয়কার বামপন্থীদের। জেএনইউ-র সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক – এই  চার আসনেই জয়ী হলেন বাম প্রার্থীরা (Left Front)। বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে প্রায় পাঁচ বছর পর নির্বাচন হল দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। আসন্ন লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আবহে যে দিকে নজর ছিল গোটা দেশের। চার পদের লড়াইয়ে প্রথমে পিছিয়ে পড়লেও পরে হাড্ডাহাড্ডি লড়াই করে প্রতিটি আসনেই এগোতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের প্রার্থীরা। শেষমেশ জয় ছিনিয়ে নিলেন তাঁরা।

ছাত্র সংসদের ভোটে জিতে উল্লসিত বাম প্রার্থীরা। নিজস্ব ছবি।

কোভিডের (COVID-19) জন্য ২০১৯ সালের পর থেকে নির্বাচন হয়নি জেএনইউ-তে। শেষ নির্বাচনে এসএফআই নেত্রী ঐশী ঘোষের নেতৃত্বে ক্ষমতায় এসেছিলেন বামেরা। গত কয়েকবছর ধরেই ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে সরব হয়েছে বাম সংগঠনগুলি। নির্বাচনের আগে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির প্রত্যক্ষ মদতে বহিরাগতদের সাহায্যে পড়ুয়াদের আক্রমণের অভিযোগ করেছে বাম ছাত্র নেতৃত্ব। দীর্ঘদিন বাদে হওয়া এবারের নির্বাচনে ভরপুর উৎসাহে অংশ নিয়েছেন JNU পড়ুয়ারা। গত ২২ মার্চ নির্বাচন হয় জেএনইউ-তে। ভোটদানের হার মোট ৭৩ শতাংশ, যা গত এক যুগের ইতিহাসে সর্বোচ্চ। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, চার আসনেই পরাজিত হয়েছে এবিভিপি। সভাপতি পদে এবিভিপি-র উমেশচন্দ্র আজমিকে পরাস্ত করেন বাম প্রার্থী ধনঞ্জয়। সহ-সভাপতি পদে বাম প্রার্থী অভিজিৎ ঘোষ হারিয়েছেন এবিভিপি-র দীপিকা শর্মাকে।

Advertisement

[আরও পড়ুন: হোলির পরদিন অফিস? হ্যাংওভার কাটাবেন কী করে? রইল দারুণ টিপস]

বাম সমর্থিত বাপসা প্রার্থী প্রিয়াংশী আর্য পরাস্ত করেছেন এবিভিপি-র অর্জুন আনন্দকে। যুগ্ম সম্পাদক আসনে জিতেছেন বাম প্রার্থী মহম্মদ সাজিদ। তিনি এবিভিপি-র গোবিন্দ ডাঙ্গিকে পরাস্ত করেছেন। উল্লেখ্য, চারটি আসনের কোনওটিতে মহিলা প্রার্থী দেয়নি এক-তৃতীয়াংশ সংরক্ষণের রূপকার হিসাবে নিজেদের দাবি করা গেরুয়া শিবির। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির থেকে বরাবরই খবরের শিরোনামে এসেছে জেএনইউ। কখনও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানে। বেশিরভাগ সময়ই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাদের জোরদার অবস্থানে। প্রায় বেশিরভাগ সময়ই বামদুর্গ হিসাবেই থেকে গিয়েছে জেএনইউ। ক্ষমতার রাশ তুলতে না পেরে বিজেপি, আরএসএস-এর মতো সংগঠন জেএনইউয়ের পড়ুয়াদের কখনও ‘টুকরে টুকরে গ্যাং’, কখনও শহুরে নকশালের তকমা লাগিয়েছে। জেএনইউ-কে জাহাঙ্গির ন্যাশনাল ইউনিভার্সিটি নাম দিয়ে ৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে বিনয় শর্মা পরিচালিত ছবি।

[আরও পড়ুন: শ্রীরামপুরে তৃণমূল-বিজেপির জোর টক্কর, ভোটের লড়াইয়ে মুখোমুখি প্রাক্তন শ্বশুর-জামাই!]

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির থেকে বরাবরই খবরের শিরোনামে এসেছে জেএনইউ, কখনও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদানে। বেশিরভাগ সময়ই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাদের জোরদার অবস্থানে। প্রায় বেশিরভাগ সময়ই বামদুর্গ হিসাবেই থেকে গিয়েছে জেএনইউ। ক্ষমতার রাশ তুলতে না পেরে বিজেপি, আরএসএস-এর (RSS) মতো সংগঠন জেএনইউ-র পড়ুয়াদের কখনও টুকরে টুকরে গ্যাং, কখনও শহুরে নকশালের (Urban Naxal)তকমা লাগিয়েছে। জেএনইউ-কে ‘জাহাঙ্গির ন্যাশনাল ইউনিভার্সিটি’ নাম দিয়ে ৫ এপ্রিল মুক্তি পেতে চলেছে বিনয় শর্মা পরিচালিত ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement