Advertisement
Advertisement
কোহিমা সুন্দরী

‘গরু ছেড়ে মহিলাদের দিকে নজর দিন’, মোদিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ কোহিমা সুন্দরীর

দেখুন ভাইরাল সেই ভিডিও।

Leave cows, concentrate on women, says Kohima beauty to Modi
Published by: Sandipta Bhanja
  • Posted:October 17, 2019 1:36 pm
  • Updated:October 17, 2019 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  “গরু ছেড়ে মহিলাদের দিকে নজর দিন”, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একেবারে চাঁচাছোলা ভাষায় মন্তব্য করলেন কোহিমা সুন্দরী। অষ্টাদশীর সেই মন্তব্যে মজেছে গোটা নেটদুনিয়া।

‘গোমাতা’ কিংবা গোরক্ষক ইস্যু নিয়ে এযাবৎকাল ভারতের বিভিন্ন প্রান্তে যে ধরনের ঘটনা ঘটেছে, তার সাক্ষী থেকেছে গোটা দেশবাসী। বিশেষত হিন্দি বলয়ে গত কয়েক বছরে গোরক্ষার নামে যে হত্যালীলা চালানো হয়েছে, সম্প্রতি সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠিও পাঠিয়েছিলেন দেশের বিদ্বজ্জনরা। আবারও সেই ‘গোরক্ষা’ ইস্যু শিরোনামে। তবে এবার বিদ্বজ্জনরা সেই প্রসঙ্গ উত্থাপন করেননি। করেছেন ভিকুওনুয়ো নামে ‘মিস কোহিমা’ প্রতিযোগিতার এক প্রতিযোগী। সেই কোহিমা সুন্দরি ডান-বাঁ না ভেবে একেবারে চাঁচাছোলা ভাষায় মোদির উদ্দেশে বলেন, “গরু ছেড়ে মহিলাদের প্রতি যত্নবান হোন।”

Advertisement

[আরও পড়ুন: সংকটে পিএমসি ব‌্যাংক, আতঙ্কে মৃত্যু গ্রাহকের ]

৫ অক্টোবরের কথা। নাগাল্যান্ডের রাজধানীতে আয়োজন করা হয়েছিল ‘মিস কোহিমা কন্টেস্ট’ প্রতিযোগিতার। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন মোদির উদ্দেশে বার্তা দেওয়া ওই মহিলা। যার নাম ভিকুওনুয়ো সাচু। প্রতিযোগিতার কয়েকটা রাউন্ডে উতরে তিনি পৌঁছেছিলেন চূড়ান্ত পর্বে। অনুষ্ঠানের নিয়মানুযায়ী বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল প্রত্যেক প্রতিযোগীকে। ওই প্রশ্নোত্তর পর্বেই প্রতিযোগী ভিকুওনুয়ো সাচুর কাছে জানতে চাওয়া হয়, যদি তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ পান, তাহলে তাঁকে কী বলবেন? যার উত্তরে অষ্টাদশী কোনও রকম রাখঢাক না করেই বলেন, ‘‘আমি যদি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আমন্ত্রিত হই, সবার আগে বলব, গরুর থেকে মহিলাদের দিকে বেশি নজর দিন।” তাঁর উত্তর শুনে হেসে ওঠেন দর্শকাসনে বসা সবাই। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই নেটদুনিয়ায় আপাতত ভাইরাল।

ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষত হিন্দি বলয়ে, গত কয়েক বছরে গরু রক্ষার নামে কত লোককে যে পিটিয়ে মারা হয়েছে তার কোনও ইয়ত্তা নেই। হাতে গোনা কয়েকটি রাজ্য বাদ দিলে প্রায় গোটা ভারতেই গোমাংস প্রায় নিষিদ্ধের পর্যায়ে পৌঁছেছে, আর সে সব রাজ্যেই উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন বহু নিরীহ মানুষ।

দেখে নিন সেই ভিডিও-

[আরও পড়ুন: নয়া উদ্যোগ রেলের, এবার থেকে মাত্র এক টাকায় চিকিৎসা পাবেন যাত্রীরা ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement