Advertisement
Advertisement

Breaking News

Dawood Ibrahim

কোটি টাকায় কেনা দাউদের সম্পত্তিতে তৈরি হবে ‘সনাতন হিন্দু পাঠশালা’, ঘোষণা মালিকের

শুক্রবার নিলামে ২ কোটি টাকায় বিক্রি হয়েছে দাউদের জমি।

Lawyer who bought Dawood's plot for 2 crore wants to build school there | Sangbad Pratidin

দাউদের বাংলো। ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 6, 2024 2:27 pm
  • Updated:January 6, 2024 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় যে জমিতে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনের আস্তানা ছিল, সেখানেই শিশুরা শিখবে সনাতনী সংস্কৃতি। একটা সময় যে বাড়িতে শোনা যেত গুলির আওয়াজ, সেখানেই এবার শোনা যাবে শিশুদের পড়াশুনোর শব্দ। কোটি টাকা মূল্যে কেনা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের (Dawood Ibrahim) সম্পত্তিতে সনাতনী হিন্দু স্কুল গড়তে চান জমিটির অধুনা মালিক।

শুক্রবার ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মাস্টারমাইন্ড পলাতক ডনের মোট চারটি সম্পত্তি নিলাম করে ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অথরিটি’। এর মধ্যে দুটি বিক্রি হয়। যার মধ্যে ১৭০. ৯৮ স্ক্যোয়ার মিটারের একটি কৃষিজমি বিক্রি হয় ২ কোটি ১ লক্ষ টাকায়। ডাক শুরু হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা থেকে। ধাপে ধাপে তা বেড়ে ২ কোটির ঘর ছাপিয়ে যায়। অন্য আরেকটি কৃষিজমি বিক্রি হয় ৩ লক্ষ ২৮ হাজার টাকায়। জানা গিয়েছে, বিখ্যাত আইনজীবী তথা প্রাক্তন শিব সেনা (Shiv Sena) নেতা অজয় শ্রীবাস্তব কিনেছেন দাউদের সম্পত্তি।

Advertisement

[আরও পড়ুন: মদ থেকে মারণাস্ত্র, কোটি কোটি নগদ! হরিয়ানায় কংগ্রেস বিধায়কের বাড়ি ইডির হানা]

অজয় জানিয়েছেন, আন্ডারওয়ার্ল্ড ডনের ওই আস্তানায় এবার সনাতনী হিন্দু স্কুল খুলবেন তিনি। প্রাক্তন ওই শিব সেনা নেতা বলছেন,”আমি সনাতনী হিন্দু। ইতিমধ্যেই একটি সনাতন ধর্ম পাঠশালা ট্রাস্ট তৈরি হয়েছে। সেই ট্রাস্টই এই জমিতে হিন্দু পাঠশালা গড়বে। জমি রেজিস্ট্রি হয়ে গেলেই কাজ শুরু হয়ে যাবে।

[আরও পড়ুন: মাঝ আকাশে উড়ে গেল বিমানের দরজা! আলাস্কা এয়ারলায়েন্সের ভিডিও দেখলে শিউড়ে উঠবেন]

আসলে এই প্রথমবার নয়। দুদশক ধরে নিয়মিত ডি-কোম্পানির রুদ্রমূর্তি উপেক্ষা করে দাউদের সম্পত্তি কিনছেন অজয় শ্রীবাস্তব। ২০০১ সালে মুম্বইয়ের নাগপাডা এলাকায় দাউদের দুটি দোকান কিনেছিলেন অজয়। ২০২০ সালে তিনি দাউদের জন্মভিটে মুম্বাকে দাউদের সম্পত্তি কেনেন অজয়। সেই সম্পত্তির দলিল এখনও তিনি পাননি। সেটা পেলে সেখানেও হতে পারে ওই স্কুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement