Advertisement
Advertisement
R G Kar Case

খুন করা হতে পারে! আশঙ্কায় সুপ্রিম দুয়ারে আর জি কর-সন্দেশখালি মামলার আইনজীবী

আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Lawyer of R G Kar Case approaches SC for security
Published by: Paramita Paul
  • Posted:September 2, 2024 8:00 pm
  • Updated:September 2, 2024 8:00 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: কলকাতা হাই কোর্টে সন্দেশখালি, আর জি কর মামলার অন্যতম আইনজীবীকে খুন করা হতে পারে। এই আশঙ্কায় নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মহিলা আইনজীবী। সোমবার তাঁর সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন এই মহিলা আইনজীবী সংযুক্তা সামন্ত। যেখানে দাবি করেন, রাজ্য সরকারের বিরুদ্ধে দুটি হেভিওয়েট মামলায় অংশ নেওয়ার জন্য তাঁকে টার্গেট করছে পুলিশ ও রাজ্য প্রশাসন। আর জি কর মামলা নিয়ে হুমকির মুখেও পড়তে হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: টানা জিজ্ঞাসাবাদের পর সন্দীপকে নিয়ে অভিযানে সিবিআই, গন্তব্য কোথায়?]

আইনজীবী সংযুক্তা সামন্ত কলকাতা হাই কোর্টের পাবলিক প্রসিকিউটরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এদিন। বলেন, “পাবলিক প্রসিকিউটর রাজ্যের শাসকদলের ক্যাডারের ভূমিকা নিচ্ছেন। সিআইডি ও কলকাতা পুলিশ যখন আর জি করের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে, পিপি তখন অভিযুক্তের হয়ে কাজ করছেন।”

উল্লেখ্য, ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন মহিলা আইনজীবী। এদিন তাঁর সুপ্রিম কোর্টে করা যাবতীয় আবেদন খারিজ করে দেয় বিচারপতি বি আর গভই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। 

[আরও পড়ুন: সায়নের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে খারিজ রাজ্যের মামলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement