সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজরে বিহার নির্বাচন! ফের কল্পতরু কেন্দ্র সরকার। শুক্রবার বিহারে কোশি রেলসেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে ভারত-নেপাল সীমান্তের যোগাযোগ আরও সুগম হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেলসেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই সেতুর কাজ শেষ হলে বিহারের রেলপথ আরও সুগম হবে। পাশাপাশি, বাংলা ও পশ্চিম ভারতের মধ্যেও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
এদিন এই রেলসেতু উদ্বোধনের সময় পূর্বতন কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন। সেইসময় রেলসেতুর বিস্তার করা হয়নি বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ২০০৩-২০০৪ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কিন্তু তারপর থেকে এই প্রকল্পের কাজ আর এগোয়নি। বরং লকডাউনের সময় এই প্রকল্পে আরও গতি আসে। লকডাউনের জেরে কাজ হারিয়ে বাড়ি ফেরা বহু পরিযায়ী শ্রমিক, এই প্রকল্পে অংশ নেন। দ্রুত কাজ শেষ হল। যদিও বিরোধীদের কটাক্ষ, বিহারে ভোটের দামামা বেজে গিয়েছে। আর তাই দ্রুত এই প্রকল্পে কাজ শেষ করা হল।
Delhi: Prime Minister Narendra Modi to dedicate Kosi Rail Mega Bridge to the nation and inaugurate new rail lines and electrification projects in Bihar, via video-conferencing. pic.twitter.com/gQrsJXQxu4
— ANI (@ANI) September 18, 2020
প্রসঙ্গত, বিহার-নেপাল সীমান্তের ক্ষেত্রে এই সেতু গুরুত্বপূর্ণ। ১.৯ কিলোমিটার লম্বা সেতুটি তৈরি হতে ব্যয় হয়েছে ৫১৬ কোটি টাকা। কিছুদিন আগে সে রাজ্যে সাতটি বড় শহর পরিকাঠামো (Urban infrastructure) প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সব ক’টি প্রকল্প মিলিয়ে খরচ পড়বে ৫৪১ কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.