Advertisement
Advertisement

Breaking News

PM Modi Win an Ig Noble Prize

এবার নোবেল পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! জানেন কেন?

আগেও দেশের আরেক প্রধানমন্ত্রী পেয়েছিলেন এই পুরস্কার।

Latest Bangla news: PM Modi Win an Ig Noble Prize | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 21, 2020 10:44 pm
  • Updated:September 21, 2020 10:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নোবেল (Nobel Prize) পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্টের নাম বাছাই হওয়ায় হইচই পড়ে গিয়েছিল। এবার তাঁর বন্ধু পাচ্ছেন এই পুরস্কার। তবে তা শ্লেষাত্মকভাবে। পুরস্কারের নাম Ig Nobel প্রাইজ। কিন্তু কেন তাঁকে এই পুরস্কার দেওয়া হল? উল্লেখ্য, মোদি দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি এই পুরস্কারটি পেলেন। এর আগে কে এটি পেয়েছিলেন, জানেন?

ওয়াকিবহাল মহল বলছেন, এটিকে পুরস্কার বলা ঠিক হবে না। কার্যত ব্যঙ্গাত্মকভাবে এই আইজি নোবেল দেওয়া হয়ে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Norendra Modi) কী করলেন? বলা হচ্ছে, “করোনা মহামারীর সময় তিনি বিশ্ববাসীকে বোঝাতে পেরেছেন, মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের চটজলদি প্রভাব রয়েছে। আর তা বিজ্ঞানীদের চেয়ে অনেকাংশে বেশি।” আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির চিকিত্‍সা শিক্ষায় বিশেষ ‘অবদান’ রয়েছে। তবে তিনি একা নন, এ বছর তাঁর সঙ্গে এই পুরস্কার প্রাপকদের তালিকায় আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ আরও অনেক রাষ্ট্রনায়েক।

Advertisement

[আরও পড়ুন : ‘কৃষকদের উপর নিয়ন্ত্রণ হারানো ভয় পাচ্ছেন আপনারা’, কৃষি বিল নিয়ে বিরোধীদের কটাক্ষ মোদির]

কী এই IG NOBLE? অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের তরফে প্রতি বছর ব্যঙ্গ করে এই নোবেল পুরস্কার বিভিন্ন রাষ্ট্রনেতাদের দেওয়া হয়ে থাকে। সাধারণত, কোনও ঘটনার ব্যঙ্গার্থক দিকটিকে ধরে পুরস্কার প্রাপককে বাছাই করা হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা। একেবারে ঠাট্টার ছলে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়৷

[আরও পড়ুন : জীবন নিয়ে খেলা চলছে, অভিযোগ তুলে আমরণ অনশন শুরু করলেন কাশ্মীরি পণ্ডিত নেতা]

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি এই পুরস্কার পাচ্ছেন৷ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ী এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। ‘আগ্রাসী শান্তিপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য। এবার সেই তালিকায় নাম জুড়ল বিজেপির দ্বিতীয় প্রধানমন্ত্রীরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement