Advertisement
Advertisement

Breaking News

Turkey

সমাপ্ত ‘অপারেশন দোস্ত’, তুরস্ক থেকে ফিরল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর শেষ দলটি

সোমবার ফিরবে ভারতীয় সেনার উদ্ধারকারী দল।

Last NDRF team returns concluding Operation Dost, Army team to return from Turkey | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 19, 2023 8:14 pm
  • Updated:February 19, 2023 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল ভূমিকম্পে (Turkey Earthquake) বিধ্বস্ত তুরস্কের দিকে সবার আগে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। ভূমিকম্পের পরের দিনই সেদেশে গিয়ে কাজ শুরু করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দু’সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে দেশে ফিরল ভারতের উদ্ধারকারী দল। অপারেশন দোস্তও (Operation Dost) প্রায় শেষ বলেই জানা গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেঁচে ফেরা জনতার হাততালির মধ্যেই কাজ শেষ করেছে ভারতের দল।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, “জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) সব দল দেশে ফিরে এসেছে। সব মিলিয়ে ১৫১জন উদ্ধারকারী তুরস্কে (Turkey) গিয়েছিলেন। ভূমিকম্পে বিধ্বস্ত নুরদাগি ও আন্তাকিয়ার ৩৫টি জায়গায় কাজ করেছেন তাঁরা।”

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার ২ এজেন্ট, এবার সিবিআইয়ের জালে তাপস ও নীলাদ্রি]

মোট তিনটি দল পাঠানো হয়েছিল তুরস্কে। তার মধ্যে ছিল ডগ স্কোয়াডের চার সদস্য। সুস্থ ভাবে দেশে ফিরেছে তারাও। দেশের পথে যাত্রা শুরু করেছে ভারতীয় সেনার মেডিক্যাল টিম। নিজেদের টি-শার্টে ভারতীয় সেনা (Indian Army) কর্মীদের সইও নিয়েছেন তুরস্কের সাধারণ মানুষ। প্রসঙ্গত, অস্থায়ী হাসপাতাল গড়ে প্রায় ৮০০ মানুষের চিকিৎসা করেছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, সোমবার দেশে ফিরবে বায়ুসেনার উদ্ধারকারী দল। মোট ২৫০ জন সেনাকর্মীকে তুরস্কের উদ্ধারকাজে পাঠানো হয়েছিল।

অন্যদিকে তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, রবিবারের মধ্যেই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। ধ্বংসস্তূপের মধ্যে আর কারোওর আটকে থাকার সম্ভাবনা নেই। সবমিলিয়ে অন্তত ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিকম্পের জেরে। বিপর্যয়ের মোকাবিলা করে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু তুরস্কের।

[আরও পড়ুন: ১৫ লক্ষে শিক্ষক, ১২ লক্ষে গ্রুপ-ডি, নিয়োগের রেট বেঁধেছিল ‘সৎ রঞ্জন’, টাকা তুলতেন এজেন্টরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement