Advertisement
Advertisement

সেনার গুলিতে সোপরে মৃত শীর্ষ লস্কর নেতা আবু বকর

এর আগে আরওয়ানি এলাকায় সেনার গুলিতে ৩ লস্কর জঙ্গি নেতার মৃত্যু হয়েছিল৷

 Laskar leader abu bakar killed in sopore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 14, 2016 4:11 pm
  • Updated:December 14, 2016 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জম্মু-কাশ্মীরের সোপরে সেনা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে শীর্ষ লস্কর আবু বকরের৷ বুধবার সেনাবাহিনী সূত্রে এমনটাই জানা গিয়েছে৷

স্থানীয় এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর মেলার পর থেকেই বুধবার বারামুল্লা জেলার সোপরে চিরুনি তল্লাশি শুরু করে৷ পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকা ঘিরে ফেলে৷ শুরু হয় গুলির লড়াই৷ সেই গুলির লড়াইয়েই শীর্ষ লস্কর নেতা আবু বকরের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর৷

Advertisement

এর আগে ৮ ডিসেম্বর জম্মু-কাশ্মীরের অনন্তনাগের আরওয়ানি এলাকায় সেনার গুলিতে ৩ লস্কর জঙ্গি নেতার মৃত্যুর খবর মিলেছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement