Advertisement
Advertisement
ইসলামিক স্টেট

ছড়াচ্ছে জেহাদের বিষ, তামিলনাড়ুতে গ্রেপ্তার কুখ্যাত ইসলামিক স্টেট জঙ্গি

ধৃত ইস্টার হামলার মাস্টারমাইন্ড হাশিমের ঘনিষ্ঠ।

Lanka Easter blasts: NIA nabbs ISIS terrorist from Tamil Nadu

ফাইল ফটো

Published by: Monishankar Choudhury
  • Posted:June 13, 2019 10:33 am
  • Updated:June 13, 2019 10:33 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়েম্বাটোর থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের তামিলনাড়ু সেলের মাস্টারমাইন্ড মহম্মদ আজহারুদ্দিনকে গ্রেপ্তার করল এনআইএ। বুধবার শ্রীলঙ্কায় ইস্টার সানডে-র ইসলামিক স্টেট মডিউল মামলায় তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ৭টি জায়গায় হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

[আরও পড়ুন: ইস্তফার নাটক শেষ, কংগ্রেসের সভাপতি থাকছেন রাহুলই!]

Advertisement

আইএস মডিউল নিয়ে এনআইএ নতুন একটি মামলা করায় বুধবার দিনভর এই অভিযান চালানো হয়েছে। তদন্তে উঠে এসেছে যে মহম্মদ আজহারুদ্দিনা শ্রীলঙ্কার ইস্টার হামলার মাস্টারমাইন্ড জাহরান হাশিমের ফেসবুক ফ্রেন্ড। এ বিষয়ে তদন্তের অগ্রগতির জন্য বুধবার সকাল সাতটা থেকে অনবু নগর, পোদানুর ও কুনিয়ামুথুর-সহ কোয়েম্বাটোরের সাতটি জায়গায় হানা দেয় এনআইএ-র বিশাল দল। এবছর এপ্রিলে সন্ত্রাস মডিউল মামলায় জড়িত সন্দেহে রিয়াস আবুবকরকে পালাক্কড় থেকে গ্রেপ্তার করে এনআইএ। তাদের দাবি, কেরলে পর্যটন কেন্দ্রে আত্মঘাতী হামলার ছক কষেছিল আবুবকর। ২৯ বছরের এই সন্ত্রাসবাদী জাহরান হাশিমের জেহাদি বক্তৃতা ও ভিডিও অনুসরণ করত বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণের রাজ্যগুলিতে বেড়েছে ইসলামিক স্টেটের উপস্থিতি| কয়েকদিন আগেই মার্কিন হানায় নিহত হয় ইসলামিক স্টেটের কেরল শাখার প্রধান রশিদ আবদুল্লাহ৷ আফগানিস্তানে আমেরিকার বোমারু বিমানের হামলায় ওই জঙ্গি ছাড়াও মৃত্যু হয়েছিল আরও পাঁচ ভারতীয় জেহাদির৷ তামিলনাড়ু, কেরল ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে শিকড় জমাতে চাইছে ইসলামিক স্টেট৷ বিশেষ করে তাদের নজরে রয়েছে পশ্চিমবঙ্গ৷ পড়শি বাংলাদেশ থেকে জেহাদিরা এই রাজ্যে ঘাঁটি গাড়তে চেষ্টা চালাচ্ছে৷ জেহাদি সংগঠনটি বাংলাদেশ ও ভারতে নাশকতামূলক ঘটনা সংগঠিত করার চেষ্টা করছে৷ বিশেষ করে নিশানায় রয়েছে বাংলা৷ বিশেষজ্ঞরা মনে করছেন, এই রাজ্যে সরাসরি হামলা চালানোর ক্ষমতা নেই আইএসের৷ তবে জেএমবির মতো জেহাদি সংগঠনগুলিকে হামলার জন্য কাজে লাগাতে পারে ইসলামিক স্টেট৷ বাংলাদেশে ইসলামিক স্টেটের উপস্থিতি রয়েছে৷ নব্য জেএমবি আইএসেরই শাখা সংগঠন৷ ফলে পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে এরাজ্যে প্রবেশ করতে পারে জঙ্গিরা৷

[আরও পড়ুন: খাতায় কলমেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অবাধে যুদ্ধাস্ত্র কিনছে মায়ানমার]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement