সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) ভূয়সী প্রশংসা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ঝাড়খণ্ডের নতুন হাই কোর্ট ভবনের উদ্বোধনে হিন্দিতে ভাষণ দেন প্রধান বিচারপতি। আর সেই প্রসঙ্গেই রাষ্ট্রপতি প্রশংসা করেন প্রধান বিচারপতির।
ঠিক কী বলেছেন রাষ্ট্রপতি? তাঁকে বলতে শোনা যায়, বিচারপতির ভাষা হওয়া উচিত এমন, যা সর্বজনগ্রাহ্য হয়। এতে মামলার বাদী-বিবাদী পক্ষ তো বটেই, আগ্রহী নাগরিকরাও ন্যায়ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা করতে পারেন। আর সেই প্রসঙ্গেই তাঁর দাবি, ইংরেজি আদালতের প্রাথমিক ভাষা হওয়ার কারণেই জনসংখ্যার একটা গরিষ্ঠ অংশই প্রক্রিয়ার বাইরে থেকে যান।
রাষ্ট্রপতি বলেন, ”বেশ কয়েকটি ভারতীয় ভাষায় রায়গুলি উপলব্ধ করার মাধ্যমে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত পদক্ষেপ আগেই করেছিল। এবং অন্যান্য অনেক আদালতও এখন তা করছে। বলাই বাহুল্য, ঝাড়খণ্ডের মতো রাজ্য, যেখানে ভাষাগত বৈচিত্র বিপুল, সেখানে এমন ব্যবস্থা আরও প্রাসঙ্গিক হবে।”
উল্লেখ্য, আদালতে স্থানীয় ভাষার গুরুত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও (PM Modi) একাধিক বার মুখ খুলতে দেখা গিয়েছে। কয়েক মাস আগে দিল্লির বিজ্ঞান ভবনে আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিয়েছিলেন মোদি। তাঁর মত, এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার ব্যবস্থার প্রতি। তাঁরা এর সঙ্গে আরও বেশি করে সংযোগ অনুভব করবেন। সেই কথার রেশই এদিন দেখা গেল রাষ্ট্রপতির বক্তব্যেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.