Advertisement
Advertisement

Breaking News

Landmine blast

ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণ, হাসপাতালে ৬ জওয়ান

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত দুর্ঘটনার জেরেই এই বিস্ফোরণ।

Landmine blasted in Kashmir LOC, 6 army Jawan injured

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 14, 2025 4:34 pm
  • Updated:January 14, 2025 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখায় ল্য়ান্ডমাইন বিস্ফোরণ। জখম অন্তত ৬ ভারতীয় সেনা জওয়ান। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত দুর্ঘটনার জেরেই এই বিস্ফোরণ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে ১১টা নাগাদ পাক অধিকৃত কাশ্মীর নৌসেরা সেক্টরের খাম্বা দুর্গের কাছে টহল দিচ্ছিলেন গোর্খা রেজিমেন্টের জওয়ানরা। সেই সময় বিস্ফোরণ ঘটে। ৬ জন জওয়ান আহত হন। তড়িঘড়ি তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর। কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

Advertisement

জানা গিয়েছে, সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ রোখার জন্য ল্যান্ডলাইন পাতা থাকে। কখনও কখনও বৃষ্টির জলের তোড়ে ভেসে সেই মাইনগুলি অন্যদিকে চলে আসে। এক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। অসাবধানতা বশত সেই ল্যান্ডমাইনেই পা রেখে ফেলেন জওয়ানরা। তাতেই দুর্ঘটনা ঘটে যায়। তবে পাক জেহাদিরা ছক কষেই নাশকতার জন্য ল্যান্ডমাইনে সরিয়ে এনেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ওই এলাকাতেই ‘অ্যান্টি পার্সোনেল’ ল্যান্ডমাইন বিস্ফোরণে এক সেনা জওয়ানের পা উড়ে গিয়েছিল। এবার ফের জখম হলেন জওয়ানরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement