সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের এক যাদব বংশে চলছে মূষলপর্ব। অন্য যাদব বংশে তখন বেজে উঠল বাঁশির সুর। সেই সুরেই নতুন বছরকে স্বাগত জানালেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজ প্রতাপ যাদব। একেবারে কৃষ্ণ সেজেই নতুন বছর উদযাপন করলেন তিনি।
পরনে কোট, চাদর। কিন্তু মাথায় পাগড়ি। তাতে বাঁকা ময়ুর পালক। পিছনে আছে গরুটিও। হাতে ধরা বাঁশি। সাজপোশাকে একেবারে আধুনিক কালের কৃষ্ণ বলা যায়। ঠিক এই সাজেই দেখা গেল তেজপ্রতাপকে। বাঁশি বাজিয়েই নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। কিন্তু আচমকা কেন এমন সাজ? তেজ প্রতাপ জানালেন, বৃন্দাবনের এক ভক্ত তাঁকে এই পোশাক উপহার দিয়েছিলেন। তাঁর অনুরোধ ছিল, নতুন বছরে যেন তেজ প্রতাপ সেগুলো পরেন। কথা রেখে নতুন বছরের প্রথম দিনটিতেই এই সাজে সামনে এলেন তেজ প্রতাপ।
ওদিকে ভাঙন চলছে উত্তরপ্রদেশের যাদব বংশে। বাবা-ছেলের দড়ি টানাটানিতে জোর শোরগোল জাতীয় রাজনীতিতে। সে তুলনায় বেশ শান্ত বলতে হবে বিহারের যাদব বংশ। অন্তত তেজ প্রতাপের বৃন্দাবনী মেজাজ সে ইঙ্গিতই যেন দিচ্ছে।
Patna (Bihar): Bihar Minister & son of RJD Chief Lalu Yadav, Tej Pratap Yadav plays flute dressed as Krishna, to celebrate New Year pic.twitter.com/7xgq9pF3Mf
— ANI (@ANI_news) January 1, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.