ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা (সুগার) ব্যাপকভাবে বেড়ে গিয়েছে তাঁর। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের তরফে পরামর্শ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য। লালুর পরিবারের তরফে জানা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেল ৪টে নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে এইমস হাসপাতালে চিকিৎসা হবে লালুর।
আরজেডির তরফে জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুগারের অসুখে ভুগছেন লালু। এর আগেই অসুস্থতার জন্য বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতির মাঝে শরীরে আঘাত লাগার কারণে ক্ষত তৈরি হয়েছে তাঁর। সুগারের কারণে তা সারছিল না। পরিবারের দাবি গত দু’দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বিহারে রাবড়ি আবাসেই চিকিৎসা চলছিল তাঁর। তবে লালুর শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে দিল্লি নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো বুধবার বিকেলে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার বড় অস্ত্রপচার হয় লালু প্রসাদ যাদবের। সেবার হার্ট সার্জারি হয়েছিল লালুর। এরপর সেভাবে বড় কোনও সমস্যা দেখা না দিলেও। ২০২২ সাল নাগাদ কিডনির অসুখ ধরা পড়ে লালুর। এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্ষাকর্তা হন তাঁর কন্যা রোহিণী। ২০২২ সালে সিঙ্গাপুরে কিডনি ট্রান্সফার করা হয়েছিল আরজেডি সুপ্রিমোর। এর পর থেকে কিছুটা সুস্থ ছিলেন তিনি। এবার সুগারের সমস্যায় কাবু হলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী।
এদিকে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন লালুর সমর্থকরা। তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা শুরু করেছেন লালুভক্তরা। সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, রক্তে শর্করার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে লালুপ্রসাদ যাদবের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.