সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতে স্বস্তি লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ও তাঁর পরিবারের। মঙ্গলবার CBI আদালতে দুর্নীতি মামলায় জামিন পেলেন লালু, লালু-পত্নী রাবড়ি দেবী (Rabri Devi), তাঁদের কন্যা মিসা ভারতী-সহ বাকি অভিযুক্তরা। পরবর্তী শুনানি ২৯ মার্চ।
তিন মাস আগেই কিডনি প্রতিস্থাপন হয়েছিল লালুর। এরপর এদিনই প্রথম তিনি আদালতে হাজিরা দিতে এলেন। ঠিক কী অভিযোগ বর্ষীয়ান নেতার বিরুদ্ধে? লালু ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাকরি দুর্নীতির। অভিযোগ, লালু রেলমন্ত্রী থাকাকালীন সস্তায় জমির বিনিময়ে চাকরি পাইয়ে দিতেন। এই অভিযোগে লালু, রাবড়ি এবং তাঁদের সন্তানদের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন এই মুহূর্তে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও।
#WATCH | Bihar: RJD & BJP MLAs enter into a scuffle with each other over distribution of laddus at Assembly premises following the bail granted to Lalu Yadav, Rabri Devi & Misa Bharti in land-for-job case.
BJP alleges that RJD MLAs tried to forcefully feed them & disturbed them pic.twitter.com/Fw3PVCZh8N
— ANI (@ANI) March 15, 2023
এদিকে এদিন লালুদের জামিনের খবরে কার্যতই ‘উৎসব’ শুরু করে দেন আরজেডি বিধায়করা। বিধানসভায় বিজেপি বিধায়কদের জোর করে লাড্ডু খাওয়ানো ও লাড্ডু ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে লালুর দলের বিধায়কদের বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.