সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে জাতীয় সঙ্গীত। কিন্তু সেদিকে যেন ভ্রূক্ষেপই নেই তাঁর। কথা বলছেন পাশে দাঁড়ানো এক ব্যক্তির সঙ্গে। এমনকী, তাঁর কাঁধে হাত দিয়ে ডাকতেও দেখা যাচ্ছে। এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে বিরাট বিতর্কের মুখে পড়েছেন নীতীশ কুমার। তেজস্বী যাদব ও লালুপ্রসাদ যাদবের মতো বিরোধী নেতারা তাঁকে তুমুল আক্রমণ করেছে। শোনা যাচ্ছে, এবছরই বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে হয়তো শুক্রবারই ক্ষমাও চেয়ে নেবেন বিহারের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে বিতর্ক তুঙ্গে উঠল নীতীশকে ঘিরে।
তেজস্বী ভিডিওটি এক্স হ্যান্ডলে শেয়ার করে লিখেছেন, ‘দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতের অপমান করা থেকে বিরত হোন মাননীয় মুখ্যমন্ত্রী। যুব, ছাত্র, মহিলা ও বয়স্ক মানুষদের তো রোজই আপনি অপমান করেই চলেছেন। আবার কখনও মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে নিয়ে ঠাট্টা করেছেন। আর এবার জাতীয় সঙ্গীতকেও নিয়ে! আপনাকে মনে করিয়ে দিই, আপনি এক বিরাট রাজ্যের মুখ্যমন্ত্রী। কয়েক সেকেন্ডের জন্যও আপনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থির থাকতে পারেন না। এমন অচেতন অবস্থায় আপনার এই পদে থাকাটা খুবই চিন্তাজনক বিষয়। বিহারকে এভাবে অপমান করবেন না।’
कम से कम कृपया राष्ट्र गान का तो अपमान मत करिए मा॰ मुख्यमंत्री जी।
युवा, छात्र, महिला और बुजुर्गों को तो आप प्रतिदिन अपमानित करते ही है।
कभी महात्मा गांधी जी के शहादत दिवस पर ताली बजा उनकी शहादत का मखौल उड़ाते है तो कभी राष्ट्रगान का!
PS: आपको याद दिला दें कि आप एक बड़े प्रदेश… pic.twitter.com/rFDXcGxRdV
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 20, 2025
এদিকে লালুপ্রসাদ যাদবও ভিডিওটি শেয়ার করেছেন। তিনি নীতীশকে বিঁধে লিখেছেন, ‘জাতীয় সঙ্গীতের অপমান, সইবে না হিন্দুস্তান। হে বিহারবাসী, আর কি কিছু বাকি আছে?’
राष्ट्रगान का अपमान
नहीं सहेगा हिंदुस्तान।बिहारवासियों, अब भी कुछ बचा है? pic.twitter.com/tz3MMgIOAl
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) March 20, 2025
এবছরই বিহারে বিধানসভা নির্বাচন। শোনা যাচ্ছে, সেকথা মাথায় রেখেই নীতীশ কুমার এই বিতর্ককে আর বাড়াতে চান না। তিনি শিগগিরি এই বিষয়টি নিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেবেন। কিন্তু তাঁর এনডিএ-তে নীতীশের সতীর্থ কেন্দ্রীয় মন্ত্রী জিতেনরাম মাঝি লালু-তেজস্বীকে আক্রমণ করেছেন সোশাল মিডিয়ায়। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘বিহার-সহ গোটা দেশকে অপমান করা লোকরাও আজকাল বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে নিয়ে প্রশ্ন তুলছেন।’ তাঁর দাবি, লালুর আমলে ‘বিহার’ শব্দটা একটা গালাগালিতে পরিণত হয়েছিল। কিন্তু এই রাজ্যটির আন্তর্জাতিক স্তরে সম্মানপ্রাপ্তি ঘটেছে নীতীশের আমলেই। সব মিলিয়ে এই ইস্যুতে এই মুহূর্তে তোলপাড় বিহারের রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.