Advertisement
Advertisement

বিনা পয়সায় পুলিশকে সবজি দিতে নারাজ, শ্রীঘরে কিশোর

৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব সরকারের।

‘Lalu Raj’ in Nitish era, boy jailed for refusing free goodies to cop
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 22, 2018 2:02 pm
  • Updated:June 22, 2018 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোষ বলতে বিনা পয়সায় পুলিশকে সবজি দিতে চায়নি কিশোর। আর সেই অপরাধেই তাকে বেধড়ক মারধর করে জেলে ঢোকানোর অভিযোগ উঠল খোদ ঊর্দিধারীদের বিরুদ্ধে। আপাতত বিহারের ওই কিশোরের ঠিকানা শ্রীঘর৷ পাটনার বেউড় জেলেই রয়েছে সে। যদিও পুলিশের দাবি, ধৃতের বয়স ১৮ বছর। বাইক চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে সরকার।

[লঘুপাপে গুরুদণ্ড! আম চুরির অভিযোগে গুলি করে খুন নাবালককে]

ফ্রি-তে স্থানীয় পুলিশকর্মীকে সবজি দিতে রাজি না হওয়ায় তিন মাস আগে গ্রেপ্তার করা হয় ওই কিশোরকে। ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে ধৃতের বাবা দেখেন কিশোরকে বেধড়ক মারধর করা হচ্ছে৷ এমনকি, জোর করে তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ ধৃতের বাবার৷  এরপরই ঘটনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে একটি চিঠি লেখেন তিনি। চিঠিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কিশোরের বাবা৷ ধৃতের বাবা দাবি করেন, “ ২০ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই জেলে নিয়ে যাওয়া হয় ওই কিশোরকে৷ প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও বেআইনিভাবে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷” বয়সের প্রমাণ হিসাবে আধার কার্ডের কথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি৷ পুলিশের বিরুদ্ধে তিনি এনেছেন তোলাবাজির অভিযোগও৷

Advertisement

[‘স্যর, যাবেন না প্লিজ…’, পড়ুয়াদের কাতর আবেদনে চোখে জল শিক্ষকের]

এই খবর প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পুলিশ৷ বিনামূল্যে সবজি না দেওয়ায় গ্রেপ্তারির অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ৷ পুলিশের পালটা দাবি, “ধৃত আঠেরো বছর বয়সী৷ বাইক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷” যদিও চিঠি হাতে পাওয়া মাত্রই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ আটচল্লিশ ঘণ্টার মধ্যে ঘটনার রিপোর্টও তলব করেছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement