সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসভাটা হওয়ার কথা ছিল সেই ডিসেম্বর মাসে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে ভোপালে। কংগ্রেস নেতা কমল নাথের (Kamal Nath) প্রবল আপত্তিতে সেসময় ইন্ডিয়া (INDIA) জোটের যৌথ জনসভা করা সম্ভব হয়নি। তার পর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। শক্তিক্ষয় হয়েছে ইন্ডিয়া জোটের। নীতীশ কুমার জোট ছেড়েছেন। আসনরফায় জটের জন্য বাংলাতেও জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। এসবের মধ্যেই প্রথমবার প্রকাশ্যে জনসভা করতে চলেছে ইন্ডিয়া জোট।
আগামী ৩ মার্চ বিরোধী জোট ইন্ডিয়ার প্রথম যৌথ জনসভা হতে চলেছে পাটনায়। অর্থাৎ যে রাজ্যে ইন্ডিয়া জোট সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে, সেই নীতীশ কুমারের (Nitish Kumar) গড় থেকেই সরকারিভাবে লোকসভার প্রচার শুরু করছে বিরোধী জোট। যদিও শেষ পর্যন্ত ওই যৌথ জনসভায় বিরোধী শিবিরের কোন কোন নেতা যোগ দেবেন তা নিয়ে এখনও সংশয় রয়েছে।
এ পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ৩ মার্চের ওই জনসভায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে মঞ্চে থাকবেন আরজেডির লালুপ্রসাদ যাদব, বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তিন বাম নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা ও দীপংকর ভট্টাচার্য। কিন্তু ওই জনসভায় ইন্ডিয়া জোটের আর কোনও শরিক আদৌ যোগ দেবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, এমকে স্ট্যালিনদের উপস্থিত না থাকার সম্ভাবনাই বেশি।
ওই জনসভাটি হবে পাটনার গান্ধী ময়দানে। নীতীশের গড়ে কংগ্রেস-আরজেডি জোট নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। তবে শেষ পর্যন্ত ওই জনসভা ইন্ডিয়া জোটের ব্যানারে হবে নাকি বিহারের মহাজোটের ব্যানারে হবে, সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে। শেষ পর্যন্ত যদি অন্য রাজ্যের কোনও নেতা না থাকেন, তাহলে মহাজোটের ব্যানারেও ওই জনসভা হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.