Advertisement
Advertisement

সিনেমায় পা রাখছেন লালুর ছেলে, তেজপ্রতাপের নতুন পদক্ষেপে ‘বিচ্ছেদ-জল্পনা’ তুঙ্গে

ভাইয়ের উপর রাগ করেই সিনেমায়?

Lalu Prasad’s son Tej Pratap, turns to movies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 6:19 pm
  • Updated:June 27, 2018 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমায় পা রাখছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব৷হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার বলিউডে পা রাখতে চলেছেন বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী৷ নিজেই টুইট করে সেকথা জানিয়েছেন তিনি৷ তাঁর প্রথম হিন্দি ছবির প্রথম পোস্টারও প্রকাশ করে ফেলেছেন তেজপ্রতাপ৷ একটি টুইটে তেজপ্রতাপ তাঁর প্রথম ছবি, ‘রূদ্র-এক অবতার’-এর পোস্টার৷ পোস্টারটির নিচে লেখা ‘কামিং সুন’৷

[ঝাড়খণ্ডে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণ, শহিদ ৭ জওয়ান]

তেজপ্রতাপের এই টুইটের পরই বিহারের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে৷ তবে কী রাজনীতির ইনিংস শেষ করে নতুন অধ্যায় শুরু করবেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে? পাটনার অলিগলিতে এখন সেই প্রশ্ন৷ কদিন আগেই ছোট ভাই তেজস্বীর সঙ্গে তেজপ্রতাপের মনোমালিন্যের খবর বেশ জলঘোলা করেছিল৷ একটি টুইটে সেই জল্পনা নিজেই উসকে দিয়েছিলেন বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী৷ টুইটে তেজপ্রতাপ জানিয়েছিলেন, “অর্জুনকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে আমি দ্বারকা চলে যেতে চায়”৷ তখন থেকেই শুরু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের রাজনীতি ত্যাগের জল্পনা৷ তেজস্বীর সিনেমায় নামার এই খবর সেই জল্পনাকে আরও তীব্র করেছে৷

[কঠোর হল মোদির নিরাপত্তার ঘেরাটোপ, কাছে ঘেঁষতে পারবেন না মন্ত্রীরাও]

যদিও, তেজপ্রতাপের সমর্থকরা তাঁর রাজনীতি ত্যাগের জল্পনাকে এক্কেবারে উড়িয়ে দিচ্ছেন৷ তাঁরা জানাচ্ছেন, অভিনয় করাটা তেজপ্রতাপের নেশা, রাজনীতির পাশেই তিনি অভিনয়টা চালিয়ে যেতে চান বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী৷ চলচ্চিত্রে অভিনয়টা সত্যিই তেজপ্রতাপের কাছে বড় কিছু নয়, কারণ এর আগে মন্ত্রী থাকাকালীনই একটি ভোজপুরি ছবিতে অভিনয় করেন তিনি৷ তবে হিন্দি ছবিতে এই প্রথম৷ এর আগে অভিনেতা থেকে নেতা হয়ে সাফল্য পেয়েছেন অনেকে৷ তবে, নেতা থেকে অভিনেতা হওয়ার নজির বিরল৷ দেখা যাক, নতুন পেশায় কতটা সফল হন লালু-পুত্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement