সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) শারীরিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলায় বিপাকে পড়লেন তাঁর চিকিৎসক উমেশ প্রসাদ। এজন্য শোকজ করা হয়েছে তাঁকে। কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, বর্ষীয়ান লালুর কিডনি মাত্র ২৫ শতাংশ কাজ করছে। অসুখটি চতুর্থ স্টেজে রয়েছে। লালু যেখানে চিকিৎসাধীন রয়েছেন, সেই RIMS তাঁর এমন মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে।
রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে বা RIMS-এর ডিরেক্টর কামেশ্বর প্রসাদ জানিয়ে দিয়েছেন, উমেশ প্রসাদ যা বলেছেন, তা তাঁর নিজস্ব মত। লালুর শারীরিক পরিস্থিতি সম্পর্কে মেডিক্যাল বোর্ড যা বলবে সেটাকেই সঠিক তথ্য বলে ধরতে হবে। কেমন আছেন প্রবীণ রাজনীতিক? ঝাড়খণ্ডের কারা বিভাগের তরফে জানানো হয়েছে, তিনি স্থিতিশীল রয়েছেন। কোনও রকম প্রাণঘাতী ঝুঁকি এই মুহূর্তে তাঁর নেই।
ইতিমধ্যেই ড. উমেশ প্রসাদ লিখিত ভাবে দাবি করেছেন, তিনি সংবাদমাধ্যমের কাছে কোনও তথ্যই ফাঁস করেননি। যে খবর প্রকাশিত হয়েছে তা অসমর্থিত বলেও দাবি তাঁর। এদিকে বিজেপির (BJP) দাবি, লালুপ্রসাদের শরীর সম্পর্কে এমন কথা বলে তাঁকে সুবিধা পাইয়ে দিতে চেয়েছেন উমেশ। ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সাহদেও দাবি করছেন, ‘‘উনি লালুর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করে ওঁকে সাহায্য করছেন। সিবিআইয়ের উচিত ওঁর উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা।’’ পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে আলাদা করে এই সব তথ্য ফাঁস করাও যে বেআইনি সেকথাও জানান প্রতুল।
গত সপ্তাহেই সিবিআই ঝাড়খণ্ডের হাই কোর্টকে জানিয়েছে, লালুর শরীর এখন ঠিক আছে। ওঁকে এবার জেলে ফিরিয়ে নিয়ে যেতে দেওয়া হোক। এর মধ্যেই তাঁর শারীরিক অবস্থা ভাল নয় বলে জানিয়ে দেন তাঁর চিকিৎসক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.