Advertisement
Advertisement
Lalu Prasad Yadav

‘মোদির শাসনে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ’, উত্তরপ্রদেশে অখিলেশকে সমর্থন লালুর

মন্দির আর দাঙ্গা নিয়ে রাজনীতি করছে বিজেপি, মন্তব্য লালুর।

Lalu Prasad Yadav’ Says, ‘Under Modi, India heading towards civil war’ | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 9, 2022 6:31 pm
  • Updated:February 9, 2022 7:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রাজনীতির মূলস্রোত থেকে বর্তমানে খানিক দূরে তিনি। তবু তিনি লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। উত্তরপ্রদেশে ভোটের (UP Assembly Election) একদিন আগে তুলোধোনা করলেন বিজেপিকে। সরাসরি সমর্থন করলেন অখিলেশ যাদবের (Akhilesh Yadav) দল সমাজবাদী পার্টিকে (Samajwadi Party)। বললেন, কেবল মন্দির আর দাঙ্গা নিয়ে রাজনীতি করছে বিজেপি। মোদির শাসনে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ।

এদিন লালু বলেন, বিজেপির (BJP) চালচলনেই বোঝা যাচ্ছে যে বিধানসভা নির্বাচনে তারা হারতে চলেছে। রাষ্ট্রীয় জনতা দলের সভাপতির মন্তব্য, ৭৫ বছর আগে ভারত ছেড়েছিল ব্রিটিশরা। তারাই এখন বিজেপির চেহারায় দেশে ফিরে এসেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাকে কংগ্রেসে আনতে অন্তত ৬০ বার বৈঠক করেন প্রশান্ত কিশোর’, দাবি সিধুর]

লালুপ্রসাদ যাদব বলেন, “হতাশ বিজেপিকে দেখেই বোঝা যাচ্ছে তারা ভোটে হারবে। ওরা কেবল দাঙ্গা আর মন্দির নিয়ে ধুঁয়ো তোলে। ৭০ বছর আগে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের দেশ ছাড়তে বাধ্য করেছিল, বিজেপির চেহারায় ব্রিটিশরাই আবার ফিরে এসেছে।” লালু জানিয়ে দেন, “উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে আমরা এসপিকে সমর্থন করছি।”

এদিন বিজেপির সমালোচনায় মুখর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, বিজেপির ঢাক পেটানো প্রচারে ক্লান্ত হয়ে গিয়েছে উত্তরপ্রদেশের মানুষ। বলেন, “মোদির (Narendra Modi) শাসনে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ। ওদের যাবতীয় বক্তব্য অযোধ্যা আর বারাণসী নিয়ে। গরিব মানুষকে নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে ওদের মুখে কোনও কথা নেই।”

[আরও পড়ুন: কর্ণাটকের প্রতিবাদী যুবতীর পাশে ইসলামিক সংগঠন জামাত! পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা]

আগামিকাল উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট। ওয়াকিবহাল মহলের ধারণা, তার আগেভাগে লালুর সমর্থনের সুবিধা পাবেন অখিলেশ যাদব। উল্লেখ্য, এবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন হচ্ছে সাত দফায়। ১০ ফেব্রুয়ারিতে শুরু। শেষ দফা ভোট হবে আগামী ৭ মার্চ। ফল ঘোষণা হবে ১০ মার্চ। প্রথম দফা ভোটের প্রচারের সময় ফুরিয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। প্রথম দফায় উত্তরপ্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে প্রতিদ্বন্দ্বী বহু দল। যদিও মূল টক্কর সমাজবাদী পার্টি, বিজেপি ও কংগ্রেসের মধ্যে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement