Advertisement
Advertisement
Lalu Prasad Yadav

‘কংগ্রেসকে পাত্তা দিই না’, INDIA জোটের নেতৃত্বে ফের মমতার হয়ে সওয়াল লালুপ্রসাদের

এর আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে সওয়াল করেছেন সমাজবাদী পার্টি, উদ্ধবপন্থী শিব সেনা ও একদা বিজেপি ঘনিষ্ঠ ওয়াইএসআর কংগ্রেস।

Lalu Prasad Yadav extends support for Mamata Banerjee to lead INDIA Alliance
Published by: Sucheta Sengupta
  • Posted:December 10, 2024 12:13 pm
  • Updated:December 10, 2024 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, জগনমোহন রেড্ডিদের পর এবার বিরোধী জোট INDIA-র নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে সুর চড়ালেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। এনিয়ে কংগ্রেসকেও একহাত নিয়েছেন তিনি। বর্ষীয়ান রাজনীতিবিদের সাফ কথা, ”কংগ্রেসের কোনও আপত্তি মানব না, ধোপে টিকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই নেতৃত্ব দিক INDIA জোটকে। সেটাই উচিত।” এনিয়ে অবশ্য বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন মত। তবে INDIA জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উত্থান এবং কংগ্রেসের ক্রমশ ফিকে হয়ে আসা নিয়ে অন্তত বিরোধীদের বিশেষ সংশয় নেই।

প্রসঙ্গত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো একাধিক রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটে শতাব্দী প্রাচীন কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন এখন দিল্লির আনাচকানাচে। বিধানসভা, লোকসভা এমনকী, বাংলায় ছয় উপনির্বাচনেও সবুজ ঝড়ের পর জোটের মুখ হিসেবে নতুন করে তৃণমূল নেত্রীর নামই উঠে আসছে। মমতা নিজেও জানিয়েছিলেন, তিনি কলকাতায় বসেই INDIA জোট চালাতে প্রস্তুত। আর সময় যত গড়াচ্ছে, ততই বাংলার মুখ্যমন্ত্রীর সমর্থনে বিরোধীরা এগিয়ে আসছেন। এবার আরজেডি প্রধানও তাঁর কথাই বললেন।

তবে মমতাকে  বিরোধী নেত্রী হিসেবে তুলে ধরার পাশাপাশি কংগ্রেসকেও একহাত নিয়েছেন লালুপ্রসাদ যাদব। তার অন্যতম কারণ, ‘দাদাগিরি’ মনোভাবের কারণে এই জোটে যথাযথ নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অন্যান্য় আঞ্চলিক দলগুলির কৃতিত্ব খর্ব করতে পিছপা হয় না কংগ্রেস, তা আগে বেশ কয়েকবার প্রমাণিত। আর এই জায়গা থেকেই লালুপ্রসাদের আক্রমণ, ”কংগ্রেসের আপত্তি ধোপেই টিকবে না, আমরা সবাই মমতাকে INDIA জোটের নেত্রী হিসেবে চাইছি।” লালুপ্রসাদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের মত, ”আগেই আমরা বলেছিলাম, কংগ্রেস বিরোধী জোটকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়, তাহলেই ভালো।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement