Advertisement
Advertisement
Old Pension Scheme

পুরনো পেনশন পদ্ধতি ফেরাতে হবে, বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে লক্ষ লক্ষ সরকারি কর্মী

দাবি না মানা হলে ধর্মঘটেরও হুমকি সরকারি কর্মীদের।

Lakhs of employees demanding Old Pension Scheme begin indefinite strike | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 14, 2023 4:43 pm
  • Updated:March 14, 2023 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের DA দেওয়ার দাবিতে বরাবর সরব বিজেপি। গোপনে সরকারি কর্মীদের বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগও রয়েছে। অথচ সেই বিজেপির দখলে থাকা রাজ্যেই এবার সরকারি কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ। পুরনো পেনশন পদ্ধতি ফেরানোর দাবিতে মহারাষ্ট্রে ধর্মঘটের ডাক দিলেন প্রায় ১৭ লক্ষ সরকারি কর্মী।

এই মুহূর্তে মহারাষ্ট্রে শিব সেনার শিণ্ডে শিবির এবং বিজেপির জোট সরকার চলছে। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে হলেও মহারাষ্ট্র সরকারের আসল চালিকা শক্তি যে বিজেপিই, সেটা কারও অজানা নয়। মহারাষ্ট্রের সেই সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের কর্মীদের অসন্তোষ চরমে। মহারাষ্ট্রের সরকারি কর্মীদের দাবি, রাজ্যে পুরনো পেনশন ব্যবস্থা ফেরাতে হবে। ইতিমধ্যেই এই দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ১৭ লক্ষ সরকারি কর্মী। যার ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা। দাবি মানা না হলে আগামী দিনে ধর্মঘটের হুমকিও দিয়েছেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি থাকতে আপনার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়’, রাহুলকে তোপ হিমন্তর]

এই মুহূর্তে মহারাষ্ট্রের সরকারি কর্মীদের জন্য চালু রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। এই স্কিমের অধীনে সরকারি কর্মীদের নিজেদের বেতনের একটি অংশ পেনশন তহবিলে জমা রাখতে হয়। সরকারও ওই একই পরিমাণ অর্থ কর্মীদের পেনশন স্কিমে জমা রাখে। তারপর সেই জমানো টাকা থেকে অবসরের পর সামান্য পরিমাণ পেনশন দেওয়া হয় ওই সরকারি কর্মীকে। মজার কথা হল, এই পদ্ধতিতে শুধু সরকারি কর্মী নন, সাধারণ নাগরিকরাও পেনশনের সুবিধা পেতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে পেনশন হিসাবে বাড়তি কোনও সুবিধা সরকারি কর্মীরা পাচ্ছেন না।

[আরও পড়ুন: এলাহাবাদ হাই কোর্ট চত্বর থেকে সরাতে হবে মসজিদ, নির্দেশ সুপ্রিম কোর্টের]

স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের একটা জায়গা রয়েছে। সেই ক্ষোভ আবার আরও উসকে গিয়েছে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে পুরনো পেনশন যোজনা চালু হয়ে যাওয়ায়। কংগ্রেস ইতিমধ্যেই রাজস্থান, ছত্তিশগড়, এবং হিমাচলপ্রদেশে পুরনো পেনশন ব্যবস্থা (Old Pension Scheme) চালু করেছে। এই স্কিম অনুযায়ী, অবসরের পর সরকারি কর্মীরা নিজের শেষ মূল বেতনের ৫০ শতাংশ মাসিক পেনশন হিসাবে পান। আগামী লোকসভাতে নির্বাচনেও পুরনো পেনশন ব্যবস্থা ফেরানোকে প্রচারের ইস্যু করতে পারে হাত শিবির। তাৎপর্যপূর্ণভাবে এরাজ্যের সরকারি কর্মীরাও পুরনো পেনশন পদ্ধতিতে পেনশন পান। সরকারি কর্মীরা যখন DA’র দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও এই পুরনো পেনশনের কথা শোনা গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement