সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার রণক্ষেত্র হয়ে উঠেছিল পশ্চিম দিল্লির (Delhi) রাজৌরি গার্ডেনের বার্গার কিং আউটলেট। আমন জুন নামের ২৬ বছরের যুবককে গুলিতে ঝাঁঝরা করে খুন করে দুই দুষ্কৃতী। এই ঘটনায় উঠে এসেছিল অনু নামের এক তরুণীর নাম। রেস্তরাঁর ভিতরে আমনের সঙ্গে মুখোমুখি বসেছিলেন ওই তরুণী। পুলিশের দাবি, অনুর হানি ট্র্যাপের শিকার হয় আমন। স্বভাবতই তরুণীর সন্ধানে ছিল পুলিশ। এই অবস্থায় সামনে এল জম্মু ও কাশ্মীরের কাটরা রেলস্টেশনে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে ওড়নায় মাথা ঢেকে তড়িঘড়ি একটি স্যুটকেস নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে অভিযুক্তকে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, দিল্লির কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ, যিনি আমন খুনের দায় নিয়েছেন, তাঁর ঘনিষ্ঠ সহযোগী এই অনু। তিনিও একজন গ্যাংস্টার। ‘লেডি ডন’ নামে কুখ্যাত। বার্গার কিংয়ের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অনুর সঙ্গে কথা বলায় ব্যস্ত থাকাকালীন আমনকে গুলি করছে দুই দুষ্কৃতী।
ভিডিওয় দেখা গিয়েছে দুই হিটম্যানের একজন ভিতরে ঢুকেই আমান জুন নামের যুবকটির দিকে বন্দুক তাক করছে। যুবকটি অনুর সঙ্গেই বসেছিলেন। একজন গুলি চালানো শুরু করতেই আশপাশে থাকা গ্রাহক ও কর্মীরা দ্রুতবেগে ছোটাছুটি করতে থাকেন প্রাণ বাঁচাতে। এর পর দুই আততায়ী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি চালিয়ে ঝাঁজরা করে দেন ওই যুবককে। তখনই পুলিশের সন্দেহ হয়, মৃত যুবকের সঙ্গিনীও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুকে দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীরের কাটরা রেলস্টেশনে। পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মুম্বইয়ে যাওয়ার একটি ট্রেন ধরেন ‘লেডি ডন’। যদিও তাঁকে এখনও ধরতে পারেনি পুলিশ। তবে অভিযুক্ত হেফাজতে নিতে একাধিক রাজ্যের পুলিশকে সতর্ক করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.