সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘভাঙা বৃষ্টি৷ বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই৷ প্রবল বর্ষণে কার্যত থমকে জনজীবন৷ বিঘ্নিত উড়ান-রেল পরিষেবা৷ বন্ধ স্কুল-কলেজ৷ সরকারি অফিসেও অঘোষিত ছুটি৷ শনিবার থেকে বিরামহীন বৃষ্টির জেরে বানভাসি গোটা মুম্বই৷ গোটা শহরের মাথার উপর বিপর্যয় নেমে এলেও নিজের কর্তব্য থেকে বিরত থাকেননি তিনি৷ বৃষ্টির মধ্যেই এক হাঁটু জলে দাঁড়িয়েও মাথায় ছাতা হাতে নিজের দায়িত্বে অবিচল৷ বাঁশি বাজিয়ে করেন যান নিয়ন্ত্রণ৷ পথচারীর হাত ধরে রাস্তা পারাপারের ব্যবস্থাও করে নেট দুনিয়ায় ভাইরাল বছর ৩৫-এর মহিলা পুলিশকর্মীর কীর্তি৷
রজনী জবরে৷ মুম্বই পুলিশের মহিলা কনস্টেবল৷ প্রতিদিনের মতো এদিনও সকাল আটটা থেকে ডিউটি শুরু হয়েছিল রজনিদেবীর৷ প্রবল বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে নেমে পড়েন যানজট নিয়ন্ত্রণের কাজে৷ এক হাঁটু জল ঠেঙিয়ে চলতে থাকে কাজ৷ কখনও পথচারীকে রাস্তা পার করিয়ে দেওয়া, কখনও আবার বাঁশি বাজিয়ে যানের গতিপথ বলে দেওয়া, প্রবল বর্ষণের মধ্যে একা হাতেই রাজপথ শাসন করলেন রজনী৷ তবে, তাঁর এই কীর্তি বিফলে যায়নি৷ বরং, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর কীর্তি দেখে কুর্নিশ জানিয়েছে নেট দুনিয়া৷ প্রবল বর্ষণের মধ্যে মহিলা পুলিশ কর্মীর কর্তব্য পালনের ছবি রজনী জবরকে প্রশংসা করেছে মুম্বই পুলিশ৷
#WATCH A Mumbai Policewoman helps an elderly couple wade through a waterlogged street in Mumbai’s Hindmata area. pic.twitter.com/uO1SmOd1PR
— ANI (@ANI) July 9, 2018
অন্যদিকে, হাওয়া অফিসের তরফে সোমবার বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী এক সপ্তাহে পরিস্থিতি একইরকম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ শহরের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন৷ নিকাশি ব্যবস্থা সচল রাখতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে৷ লাগাতার বর্ষণে অস্বস্তির সঙ্গে জুড়েছে যানজটের সমস্যা৷ রাস্তার জল জমে থাকার কারণে মন্থর গতিতে ছুটবে ব্যস্ত মুম্বই৷ কোথাও কোথাও জাতীয় সড়ক নদীর আকার নিয়েছে৷ বইছে স্রোত৷ অতিরিক্ত জল জমে থাকার কারণে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷ পাতালপথে জল ঢুকে যাওয়ার কারণে সমস্যা আরও বেড়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.