Advertisement
Advertisement
Eknath Shinde

মাসে ১০ হাজার! ভোটমুখী মহারাষ্ট্রে পুরুষদের জন্য ‘লাডলা ভাই’ প্রকল্পের ঘোষণা শিণ্ডের

বেকারত্ব নিয়ে বিরোধীদের মুখ বন্ধ করতেই এই ঘোষণা, মত রাজনৈতিক মহলের।

Ladla Bhaiya Yojana, Eknath Shinde government announced new scheme for Maharashtra

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 17, 2024 12:55 pm
  • Updated:July 17, 2024 12:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাডলি বেহেনা’ নিয়ে তরজার মাঝেই ভোটমুখী মহারাষ্ট্রে এবার বড় ঘোষণা। শিণ্ডে সরকারের তরফে জানান করা হল, মহিলাদের পাশাপাশি পুরুষদেরও প্রতি মাসে অর্থ সহায়তা করবে সরকার। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ঘোষণা করলেন, মহারাষ্ট্রে এবার পুরুষদের জন্যও আর্থিক সহায়তা করবে তার সরকার। যে প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ‘লাডলা ভাই যোজনা’। যে প্রকল্পে স্নাতক পড়ুয়াদের প্রতি মাসে দেওয়া হবে ১০ হাজার টাকা করে।

আষাড়ি একাদশী উপলক্ষে পূর্ব মহারাষ্ট্রের বিট্টল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ‘রথ দেখা কলা বেচা’র মতো মন্দির চত্ত্বরে এক জনসভা করেন শিবসেনা নেতা। সেখানেই তিনি ঘোষণা করেন, মহারাষ্ট্র সরকার নতুন এক প্রকল্প শুরু করতে চলেছে যা ছেলেদের জন্য। এই প্রকল্পে দ্বাদশ শ্রেণি পাশ প্রত্যেক যুবককে প্রতি মাসে ৬ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। যারা ডিপ্লোমা করেছেন তাঁরা পাবেন মাসিক ৮০০০ টাকা এবং প্রত্যেকে স্নাতক যুবককে মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। আর কয়েক মাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন তার আগে শিণ্ডের এই ঘোষণায় রাজনৈতিক মহলের দাবি, লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে এনডিএ জোটের ধাক্কা যাতে বিধানসভায় এসে না পড়ে তার জেরেই এই উদ্যোগ।

Advertisement

উল্লেখ্য, বাংলায় মহিলাদের স্বাবলম্বী করতে দেশের মধ্যে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে ব্যাপক জনপ্রিয় এই প্রকল্পই পরবর্তী সময়ে একাধিক বিজেপি ও অবিজেপি রাজ্যে চালু করেন সেখানকার মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রেও সেই প্রকল্প চালুর প্রস্তুতি নিয়েছে এনডিএ জোটের সরকার। তবে মারাঠাভূমে বেকারত্ব ইস্যুতে যথেষ্ট কোণঠাসা শিণ্ডে সরকার। এই ইস্যুতে বিরোধীদের মুখ বন্ধ করার পাশাপাশি ভোট রাজনীতিতে কয়েক কদম এগিয়ে থাকতেই এবার সেখানে পুরুষদের জন্যও ঘোষণা করা হল ‘লাডলা ভাই যোজনা’।

[আরও পড়ুন: নীতি আয়োগের পুনর্গঠন, মোদির নেতৃত্বে সদস্য তালিকায় বিশেষ গুরুত্ব জোট শরিকদের]

অবশ্য মহারাষ্ট্রে ‘লাডলি বেহেনা’ প্রকল্প নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহিলাদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেছিলেন, শুধু মহিলা কেন মহারাষ্ট্রের বেকার যুবকদের জন্যও এই প্রকল্পের সুবিধা দেওয়া হোক। কারণ বর্তমান সময়ে কর্মক্ষেত্রে পুরুষ ও মহিলাদের মধ্যে কোনও ফারাক নেই। ফলে মহিলারা পেলে পুরুষদেরও পাওয়া উচিত। পাশাপাশি তৃতীয় লিঙ্গকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তিনি। এর পরই পুরুষদের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা করল শিণ্ডে সরকার। যদিও এখানে তৃতীয় লিঙ্গদের নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement