Advertisement
Advertisement
Ladakh

লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা, পাহাড় থেকে ছিটকে পড়ল সেনার ট্রাক, মৃত ৯ জওয়ান

উদ্ধারকাজ চালাচ্ছে সেনা।

Ladakh: Officer and 8 Jawans Killed After Truck Skids, Falls Into River | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 19, 2023 9:46 pm
  • Updated:August 19, 2023 9:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধেয় লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল ৯ জন সেনা জওয়ানের। আহত হয়েছেন আরও একজন। তাঁকে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেনার একটি ট্রাক পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গভীর খাতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে এক আধিকারিক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন। ওই আধিকারিক-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।

[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]

সেনা সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে। কিয়ারি নামের একটি জায়গায়। সংবাদসংস্থা ANI সূত্রের খবর, বিকেল ৫.৪৫ থেকে সন্ধে ৬ টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটা আসলে সেনা কনভয়ের অংশ ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী]

সেনার আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন। উদ্ধারকাজও চলছে। ঠিক কেন দুর্ঘটনা, নেপথ্যে কোনও অন্তর্ঘাত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement