সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেঁড়া পোশাক নিয়েও রাজনীতি করেছিলেন রাহুল গান্ধী। উত্তরাখণ্ডের এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, নিজের ছেঁড়া কুর্তা এবং ফুটো পকেট নিয়ে চিন্তিত নন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের পোশাক সম্পর্কে খুবই সচেতন। বিলাসবহুল জীবনযাপনের পর মোদি দরিদ্র মানুষের পাশে থাকার রাজনীতি কেমন করে করেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সহ-সভাপতি।
আর এর ঠিক পরেই রাহুলকে তাঁর ছেঁড়া পোশাকের রাজনীতির জবাব দিল বিজেপি। জুনিয়র গান্ধীকে একদম গান্ধীগিরিতেই জবার দিল বিজেপির যুব মোর্চা। কর্ণাটকের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কংগ্রেস সহ-সভাপতিকে নতুন পাঞ্জাবি কিনে পাঠানো হয়েছে বলে খবর। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, “নোট বাতিলের পরবর্তী সময়ে একবারই মাত্র ব্যাঙ্কমুখো হয়েছিলেন রাহুল। তখনই ৪০০০ টাকা ব্যাঙ্ক থেকে তুলেছিলেন তিনি। আর তারপর থেকে নিশ্চয়ই তাঁর জীবনে টাকার অভাব দেখা দিয়েছে। তাই তিনি ছেঁড়া পোশাক পরে ঘুরছেন। তাই সংগঠনের পক্ষ থেকে তাঁকে নতুন পাঞ্জাবি কিনে পাঠানো হল।”
রাহুলের এই দৈনদশা দূর করার নামে বিজেপি যে লজ্জায় ফেলল কংগ্রেসের যুব নেতাকে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.