Advertisement
Advertisement
বিজেপি বিধায়ক

বন্দুক হাতে নাচ বিধায়কের, ভাইরাল ভিডিওয় অস্বস্তিতে বিজেপি

আগ্নেয়াস্ত্রগুলির লাইসেন্স রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷

Kunwar Pranav Singh 'Champion' holds up guns as he dances in a video
Published by: Sayani Sen
  • Posted:July 10, 2019 3:19 pm
  • Updated:July 10, 2019 3:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নাচছেন বিজেপি বিধায়ক৷ তাতে সঙ্গত দিচ্ছেন আরও দু’জন৷ সম্প্রতি এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ যা নিয়ে হইচই শুরু হয়েছে৷ কীভাবে ওই আগ্নেয়াস্ত্র পেলেন বিধায়ক, সেই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে৷ হরিদ্বারের লস্করের বিধায়ক কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়নের কীর্তিতে অস্বস্তিতে গেরুয়া শিবির৷ ওই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে বিজেপির শীর্ষনেতৃত্ব৷

[ আরও পড়ুন: কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির বাড়ি সিল করল এনআইএ]

ভিডিওতে দেখা গিয়েছে, একটি ঘরের মাঝে কালো রঙের গেঞ্জি এবং সাদা রঙের প্যান্ট পরে বেশ খোশমেজাজে দাঁড়িয়ে রয়েছেন প্রণব সিং চ্যাম্পিয়ন৷ বাজছে হিন্দি গান৷ তালে তালে কোমর দোলাচ্ছেন তিনি৷ বিধায়কের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র৷ বারবার বদলে বদলে বিভিন্ন বন্দুক হাতে নাচছেন তিনি৷ আবার কখনও মদ্যপানও করছেন৷ তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও দু’জন৷ তাঁরাও দিব্যি বিধায়কের সঙ্গে নাচছেন৷ এই ভিডিও প্রায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ কীভাবে একজন বিধায়ক আগ্নেয়াস্ত্র পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা৷ পুলিশেরও নজরে এসেছে এই ভিডিওটি৷ বিরোধীদের তরফে একটি অভিযোগ দায়ের হয়েছে৷ ভিডিওতে দেখতে পাওয়া আগ্নেয়াস্ত্রগুলির আদৌ লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা৷

Advertisement

[ আরও পড়ুন: কর্ণাটকের রাজনৈতিক নাটকের নয়া পর্ব মুম্বইতে, শিবকুমারকে হোটেলে ঢুকতে বাধা]

বছর তিনেক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কুঁয়ার প্রণব সিং চ্যাম্পিয়ন৷ এরপর গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়ে বিধায়ক হয়েছিলেন তিনি৷ মাসখানেক আগে বিধায়কের বিরুদ্ধে এক সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে৷ তার জেরে ওই বিধায়ককে দলের তরফে সাসপেন্ডও করা হয়৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বন্দুক হাতে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় বিড়ম্বনায় বিজেপি৷ এ প্রসঙ্গে বিজেপি নেতা অনিল বালুনি বলেন,‘‘আমি ভিডিওটি দেখেছি৷ ঘটনার তীব্র নিন্দা করি৷ ভিডিওটির সত্যতা খতিয়ে দেখে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement