Advertisement
Advertisement

Breaking News

Kuno Cheetah

১০০ জনের দল, বিশেষ ড্রোন-ডগ স্কোয়াড! ২২ দিন পর সন্ধান মিলল কুনোর নিখোঁজ চিতার

কুনোর সব চিতাকে নজরে রাখতে এনক্লোজারে সরানো হয়েছে।

Kuno cheetah found after going missing for 22 days | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 13, 2023 8:14 pm
  • Updated:August 13, 2023 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক চিতার (Cheetah) মৃত্যু নিয়ে যথেষ্ট বেকায়দায় পড়েছে মোদি সরকার। এহেন পরিস্থিতিতে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, গত ২২ দিন ধরে কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) একটি মহিলা চিতার কোনও খোঁজ মিলছিল না। অবশেষে রবিবার সকালে তার সন্ধান পাওয়া গিয়েছে। তবে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বনদপ্তরের তরফে জানানো হয়েছে, চিতাটি সুস্থ রয়েছে। তবে এই ঘটনার পরে সব চিতাগুলিকেই বিশেষ এনক্লোজারে সরিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে সবমিলিয়ে ১৫টি চিতা রয়েছে কুনোতে।

মধ্যপ্রদেশের বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুলাই থেকে নির্ভা নামে ওই মহিলা চিতাটি নিখোঁজ ছিল। তার রেডিও কলার বিকল হয়ে যাওয়ার ফলে খোঁজ মিলছিল না। নির্ভার খোঁজে ১০০ সদস্যের একটি দল গঠন করা হয়েছিল। বনকর্মী থেকে শুরু করে পশু চিকিৎসক-সকলেই সেই দলের সদস্য ছিলেন। প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দিনরাত তল্লাশি চালিয়েছেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: ভাত-কাপড়ের অঙ্গীকার ভুললে চলবে না, খোরপোশ দিতেই হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের]

তবে মানুষ ছাড়াও দু’টি ড্রোন, একটি ডগ স্কোয়াড ও হাতির পাল ব্যবহার করা হয় তল্লাশি অভিযানে। তাছাড়াও স্থানীয় গ্রামের বাসিন্দাদেরও সতর্ক করা হয়, নির্ভার খোঁজ পেলেই যেন অবিলম্বে বনদপ্তরে জানানো হয়। শেষ পর্যন্ত শনিবার ওই মহিলা চিতার খোঁজ মেলে। ড্রোনের মাধ্যমে চিতার লোকেশান মেলে। তার ভিত্তিতেই রবিবার ভোর চারটে থেকে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত সকাল দশটা নাগাদ নির্ভার খোঁজ মেলে।

মধ্যপ্রদেশের বন দপ্তর জানিয়েছে, খুঁজে পাওয়ার পরেই নির্ভার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। আপাতত সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে শারীরিক পরীক্ষার জন্য তাকে এনক্লোজারে রাখা হয়েছে। সেই সঙ্গে বাকি চিতাদেরও সরিয়ে আনা হয়েছে এনক্লোজারে। সাতটি পুরুষ ও সাতটি মহিলা চিতার পাশাপাশি রয়েছে একটি শাবকও। তবে ২২দিন ধরে কীভাবে একটি চিতা নিখোঁজ থাকল, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে।

[আরও পড়ুন: ‘মোদি-শাহরা আমাদের স্কুলেই পড়েছে’, প্রধানমন্ত্রীর অনাস্থা ভাষণকে তীব্র কটাক্ষ খাড়গের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement