Advertisement
Advertisement

Breaking News

Kunal Kamra

‘কারও ভয়ে খাটের তলায় লুকোব না’, শিণ্ডে ভক্তদের হুমকির পালটা জবাব কুণাল কামরার

'ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না', শিণ্ডে ভক্তকে তামিলনাড়ুতে আসার আহ্বান কুণাল কামরার।

Kunal Kamra refuses to apologise, and says I don’t fear this mob, won’t be hiding under bed

কৌতুক শিল্পী কুণাল কামরা।

Published by: Amit Kumar Das
  • Posted:March 25, 2025 9:48 am
  • Updated:March 25, 2025 9:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে মসকরা করায় কমেডিয়ান কুণাল কামরার উপর তেতে উঠেছেন শিণ্ডে ভক্তরা। স্টুডিও ভাঙচুরের পাশাপাশি কুণালকে মারধর দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার পালটা মুখ খুললেন কৌতুক শিল্পী। কড়া সুরে জানালেন, ‘কারও ভয়ে খাটের নিচে লুকোব না।’ শুধু তাই নয়, শিণ্ডে ভক্তদের পালটা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছিলেন তিনি এখন তামিলনাড়ুতে রয়েছেন।

শিণ্ডে ভক্তদের তরফে স্টুডিওতে ভাঙচুরের ঘটনার পর সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘যেখানে এই শো করা হয়েছিল তা শুধুমাত্র একটি মঞ্চ। আমার কৌতুকের জন্য সেই মঞ্চ দায়ী নয়। সেখানে দাঁড়িয়ে আমি কৌতুক করি বা রাজনৈতিক ভাষণ দেই মঞ্চ তাতে বাঁধা দিতে পারে না। ফলে সেখানে হামলা মুর্খামি। বাটার চিকেন পছন্দ না হলে টমেটোর লরিতে হামলা চালানো কোনও কাজের কথা নয়।’ পাশাপাশি তিনি বলেন, ‘কৌতুক শিল্পীদের বাকস্বাধীনতার ধনী ও ক্ষমতাবানদের প্রশংসার মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক নয়। একজন প্রভাবশালী জনগণের ক্ষতি করে অথচ সামান্য কৌতুক সহ্য করতে পারে না। যদিও তাঁর অক্ষমতা আমার অধিকারকে কেড়ে নিতে পারে না। যতদুর জানি এই ধরনের কৌতুক আইন বিরোধী নয়।’

Advertisement

এই ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন কুণাল। তিনি বলেন, ‘ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কারও ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ার মতো মানুষ আমি নই।’ এর পাশাপাশি সম্প্রতি এক অডিও প্রকাশ্যে এসেছে। যেখানে শোনা যাচ্ছে ফোনে কুণালকে হুমকি দিচ্ছেন নিজেকে শিব সেনা সমর্থক বলে দাবি করা এক ব্যক্তি। যেখানে তিনি হুমকি দিয়ে বলেন, ‘গিয়ে দেখ হোটেল ও স্টুডিওর কী হাল করেছি। তোকেও যেখানে পাব একই হাল করব।’ পাল্টা কুণাল বলেন, ‘তাহলে চলে আসুন আমি এখন তামিলনাড়ুতে রয়েছি।’

উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে নিজের চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করেন। এমনকী গান বেঁধে তাঁকে ‘গদ্দার’ বলতেও ছাড়েননি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালানো হয়। শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা ব্যাপক ভাঙচুর চালায়। কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী তাঁকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনা নিয়ে রাজনৈতির মহলেও জোর শোরগোল। এবার এই ইস্যুতে পালটা মুখ খুললেন কুণাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement