Advertisement
Advertisement

Breaking News

কুম্ভমেলার মুকুটে জুড়ল তিনটি বিশ্বরেকর্ডের পালক

কী কী রেকর্ড করল প্রয়াগরাজের কুম্ভমেলা?

Kumbh Mela authority sets Guinness World Record
Published by: Sayani Sen
  • Posted:March 3, 2019 11:40 am
  • Updated:March 3, 2019 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুম্ভস্নানের পর সাফাইকর্মীদের পা ধুইয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা দিয়েছিলেন তিনি৷ এবার সেই সাফাইকর্মীরাই গড়লেন নয়া রেকর্ড৷ ঝাঁটা হাতে মেলা প্রাঙ্গন সাফ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন অন্তত দশ হাজার সাফাইকর্মী৷ এই নিয়ে তিনটি বিশ্বরেকর্ডের পালক জুড়ল কুম্ভমেলার মুকুটে৷

বিশ্বের সবচেয়ে বেশি জনসমাবেশ হয় কুম্ভমেলায়। ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মেলা৷ চলবে সোমবার পর্যন্ত। পুণ্যলাভের আশায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কুম্ভস্নান করতে আসেন৷ এই সময় মেলা প্রাঙ্গন পরিষ্কার রাখা একটা বড় ব্যাপার৷ চলতি বছর ২০ হাজারেরও বেশি নোংরা ফেলার জায়গা রাখা হয়েছে কুম্ভমেলায়৷ এছাড়াও রয়েছে এক লক্ষেরও বেশি শৌচালয়৷ আলাদা পোশাক পরিবর্তনের ঘরও রয়েছে৷

Advertisement

[‘I’m not supposed to tell you that’ কেন একথা বলেছিলেন অভিনন্দন?]

মেলার আনাচকানাচ পরিষ্কার করার জন্য রয়েছেন অন্তত দশ হাজার সাফাইকর্মী৷ প্রতি মুহূর্তে মেলা প্রাঙ্গন পরিষ্কার করে চলেছেন তাঁরা৷ ওই সাফাইকর্মীদের তৎপরতায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল কুম্ভমেলা৷

চলতি বছর কুম্ভমেলায় ‘হ্যান্ড প্রিন্টিং অ্যাকটিভিটি’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ ৬০ ফুট উঁচু একটা ক্যানভাসকে হাতের ছাপে ভরিয়ে দিয়েছিলেন কুম্ভমেলায় স্নান করতে আসা নানা বয়সের পুণ্যার্থী, সাধু, কবি, লেখক, রাজনীতিক থেকে সাফাইকর্মী-সহ মোট ৭,৬৬৪ জন। ক্যানভাসকে রাঙিয়ে দেওয়ার এই অন্যরকম প্রতিযোগিতায়ও এবার নাম তুলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে৷ প্রসঙ্গত, এর আগে হ্যান্ড প্রিন্টিংয়ে প্রথম বিশ্বরেকর্ড করে দক্ষিণ কোরিয়া।

শনিবার এই দুটি বিশ্বরেকর্ডের পালক যুক্ত হয় কুম্ভমেলার মুকুটে৷ তার আগে গত ২৮ ফেব্রুয়ারি ‘লার্জেস্ট প্যারেড অফ বাস’র জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যুক্ত হয় কুম্ভমেলার ঝুলিতে৷ অন্যান্য বছরের মতো এবারও পুণ্যার্থীদের জন্য ৮০০ টি বিশেষ ট্রেন এবং ৫০০ টি বিশেষ বাসের বন্দোবস্ত করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ প্রয়াগরাজের নবাবগজ্ঞ টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত প্রায় ৩.২ কিলোমিটার এলাকা জুড়ে সারি সারি দাঁড়িয়ে থাকা সেই বাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই বাস পরিষেবার জন্য বিশ্বরেকর্ড করে কুম্ভমেলা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement