Advertisement
Advertisement

রাজনীতিতে প্রথম স্ত্রীকেই অগ্রাধিকার কুমারস্বামীর, রামনগরে জেডিএস প্রার্থী অনিতা

চানাপাটনা কেন্দ্রের বিধায়ক থাকবেন ভাবী মুখ্যমন্ত্রী।

kumarswami's first wife Anitha will be JDU candidate in Ramnagar seat
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2018 7:26 pm
  • Updated:May 22, 2018 7:26 pm  

নন্দিতা রায়, বেঙ্গালুরু: দুই স্ত্রীকে নিয়ে সুখের সংসার। কিন্তু, কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দ্বিতীয় স্ত্রী রাধিকাকেই নিয়ে লোকের আগ্রহ বেশি। এই অভিনেত্রীর যৌন আবেদন, গ্ল্যামারাস লুক নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে বিস্তর। রাধিকার জনপ্রিয়তায় আড়ালে চলে গিয়েছেন দেবগৌড়ার ছেলের প্রথম স্ত্রী অনিতা। অথচ, সংসারই হোক কিংবা স্বামীর নির্বাচনী প্রচার, সবকিছু দীর্ঘদিন ধরেই দক্ষ হাতে তিনিই সামলান। তাই কর্নাটক বিধানসভা নির্বাচনে জেতা দুটি আসনের একটি প্রথম স্ত্রী অনিতাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন কুমারস্বামী।

[দেশের রাজনৈতিক পরিবেশ বিপজ্জনক, আর্চ বিশপের মন্তব্যে বিতর্ক]

Advertisement

নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। কিন্তু, দুটি আসনের বিধায়ক বা সাংসদ হওয়া যায় না। সেই নিয়মেই কর্নাটকে একটি বিধানসভাকেন্দ্রে ফের নির্বাচন হবে। কারণ রামনগর ও চানাপাটনায়  প্রার্থী ছিলেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী কুমারস্বামী। দু’জায়গাতেই জিতেছেন তিনি। রামনগর কুমারস্বামীর দীর্ঘদিনের নির্বাচনী এলাকায়। এখান প্রায় বার পাঁচেক বিধায়ক নির্বাচিত হয়েছেন দেবগৌড়ার ছেলে। জানা গিয়েছে, প্রথমে ঠিক হয়েছিল, চানাপাটনা কেন্দ্র থেকে প্রার্থী হবেন কুমারস্বামীর প্রথম স্ত্রী অনিতাই। প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শে মত বদলেছেন ভাবীর মুখ্যমন্ত্রী। রামনগরে অনিথাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন কুমারস্বামী। আর নতুন কেন্দ্র চানাপাটনার বিধায়ক থাকবেন তিনি।

[নিয়ন্ত্রণরেখায় ফের পাক বর্বরতা, রেঞ্জার্সের বুলেটে নিহত আট মাসের শিশু]

শ্বশুরমশাই দেবগৌড়া প্রাক্তন প্রধানমন্ত্রী। স্বামী কুমারস্বামীও একসময়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। বছর বারো আগে সক্রিয় রাজনীতিতে যোগ দেন অনিতাই। তবে কুমারস্বামী নন, তাঁর রোলমডেল দেবগৌড়া। শ্বশুরের পরামর্শে দলের কাজে মনোনিবেশ করেন তিনি। বস্তুত, এবারে কর্নাটকের বিধানসভা ভোটের পরও হারা আসনগুলি নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, ২০০৬ সালে কুমারস্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে যখন সরগরম কর্নাটকের রাজনীতি, তখনও দক্ষ হাতে দলের কাজকর্ম সামলেছেন অনিতা। ব্যক্তিগত জীবনের ছায়া কুমারস্বামীর রাজনৈতিক জীবনে পড়তে দেননি। তাই দুই স্ত্রীকে নিয়ে কুমারস্বামী শান্তিতে দিনযাপন করতে পারছেন বলে শোনা যায়। প্রথম স্ত্রী অনিতা ও দ্বিতীয় স্ত্রী রাধিকাকে নিয়ে ভোটও দিতে যান তিনি।

[মহারাষ্ট্রের হাসপাতালে জন্ম রূপকথার ‘মৎস্যকন্যা’র, ১৫ মিনিট পরেই মৃত্যু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement