সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুলভূষণ মামলায় বহু প্রতীক্ষিত জয় পেয়েছে ভারত৷ মৃত্যুদণ্ড রদ করে ভারতীয় নৌসেনার প্রাক্তন কর্মীর সাজা পুনর্বিবেচনা করুক পাকিস্তান। পর্যবেক্ষণে এমনটাই মত আন্তর্জাতিক ন্যায় আদালতের। তবে এই মামলায় ভারতের খরচ হয়েছে মাত্র ১ টাকা। পালটা পাকিস্তান এপর্যন্ত খরচ করেছে প্রায় ২০ কোটি টাকা।
[আরও পড়ুন: উলটপুরাণ! কুলভূষণ মামলায় জয়ের দাবি করল পকিস্তানের]
আন্তর্জাতিক ন্যায় আদালতে কুলভূষণ যাদবের মামলায় ভারতের হয়ে লড়েছেন দুঁদে আইনজীবী হরিশ সালভে। ২০১৫ সালে হিট অ্যান্ড রান কেসে সলমন খানের সাজা হওয়ার পর সালভেই তাঁকে জামিন পাইয়ে দিয়েছিলেন৷ এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ছড়িয়ে পড়ে৷ দেশের সব থেকে দামি উকিলের তালিকায় রয়েছেন তিনি৷ সুপ্রিম কোর্টে ভোডাফোন ট্যাক্স, রিলায়েন্স গ্যাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সরকার পক্ষের হয়ে মামলা লড়েছেন৷ কুলভূষণ মামলা লড়ার জন্য প্রাক্তন সলিসিটর জেনারেল সালভে মাত্র ১ টাকা পারিশ্রমিক নিয়েছেন। ২০১৭ সালেই এই কথা জানিয়েছিলেন তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। অর্থের চাইতেও দেশের সম্মান তাঁর কাছে বড়, আগেও বলেছেন সালভে। তবে সম্পূর্ণ উলটো ছবি পাকিস্তানের। কুলভূষণ যাদবকে চর প্রতিপন্ন করতে আইনজীবীদের উপর প্রায় ২০ কোটি টাকা খরচ করেছে সে দেশ। সে দেশের সংসদে পিয়াহ হওয়া বাজেট নথিতে পাক সরকার জানিয়েছে, কুলভূষণ মামলা লড়ার জন্য প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী খাওয়ার কুরেশিকে ২০ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কুলভূষণ যাদবকে চর ও সন্ত্রাসবাদী প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান। দেশের আইনজীবিদের উপর ভরসা না রেখে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ব্রিটিশ আইনজীবী খাওয়ার কুরেশি ওপর কোটি কোটি টাকা খরচ করেছে সে দেশ। তবে পাকিস্তানের শত চেষ্টার নিট ফল দাঁড়িয়েছে শূন্য। ভারতের পক্ষেই রায় দিয়েছে দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালত।
[আরও পড়ুন: শিকারের পর সিংহের সামনে চুম্বন দম্পতির, ছবি ঘিরে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.