সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টিকে জেতাতে কংগ্রেস নির্বাচনী লড়াই থেকে সরে এসেছে। দিল্লি বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের ফলাফল প্রকাশ পেতেই হার মেনে নিল দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। কংগ্রেসের শীর্ষ নেতারা এখন আপের জয়ের মধ্যেই নিজেদের জয় দেখছেন। অধীর চৌধুরি, কেটিএস তুলসীরা বলছেন, কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল বিজেপিকে হারানো। আর তাতে সাফল্য এলেই তাঁরা সন্তুষ্ট।
Rajya Sabha MP KTS Tulsi on #DelhiElections2020: Congress seems to have made a sacrifice for preventing the splitting up of votes which would have resulted in victory for BJP. If Congress had also equally applied force in campaign process, it would have resulted in BJP winning. pic.twitter.com/DSxKqKdyMS
— ANI (@ANI) February 9, 2020
বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভা সাংসদ কেটিএস তুলসী (K. T. S. Tulsi) বলছেন, “আমাদের দল হয়তো কিছুটা আত্মত্যাগ করে দিয়েছে। আমরা চাইনি যে, বিজেপি বিরোধী ভোট দু’ভাগে ভাগ হয়ে যাক। ভোট ভাগ হলে আসলে বিজেপিই সুবিধা পেয়ে যেত। কংগ্রেস যদি আপের মতো সমান গুরুত্ব দিয়ে মানুষের কাছে ভোট চাইত, তাহলে তার ফলাফল হত বিজেপির জয়।” তুলসী একা নন, এর আগে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরিও (Adhir Ranjan Chowdhury) কেজরিওয়ালেরই ভূয়সী প্রশংসা করেছেন। অধীরের কথায়, “আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচন লড়েছি। এই ভোটে বিজেপি যত রকমভাবে সম্ভব সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করেছে। অন্যদিকে, কেজরিওয়ালজি উন্নয়নের ইস্যুকে এগিয়ে দিয়েছেন। তাই, যদি কেজরিওয়াল জেতেন, তাহলে সেটা হবে উন্নয়নের জয়।”
AR Chowdhury, Congress on #DelhiElections2020: We
fought this election with all our strength. In this election, BJP put forth all the communal agendas,& Arvind Kejriwal Ji put forth developmental agendas. If Kejriwal wins, then it will be a victory of the developmental agendas. pic.twitter.com/DbwuodH9uf— ANI (@ANI) February 9, 2020
উল্লেখ্য, শনিবার সবকটি এক্সিট পোলের ফলাফলই ইঙ্গিত করেছে দিল্লিতে ফের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টি। অন্যদিকে, কংগ্রেস একপ্রকার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ভোটপরবর্তী সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই কংগ্রেস নেতারা একপ্রকার নিজেদের হার স্বীকার করে নিলেন। মুখ লুকোতে তাঁরা এখন ঢাল করতে চাইছেন অরবিন্দ কেজরিওয়ালকে। অন্তত, প্রাথমিকভাবে কংগ্রেস শিবিরের প্রতিক্রিয়া দেখে এমনটাই মনে হচ্ছে। যদিও কংগ্রেস শিবিরের কয়েকজন নেতার দাবি এক্সিট পোলে যা দেখানো হচ্ছে, তার তুলনায় ভাল ফল হবে দলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.