মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাজ্যে কৃষকরা আত্মহত্যা করছেন, সেদিকে গুরুত্ব না দিয়ে তেলেঙ্গানার সরকার ব্যস্ত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আয়োজনে’। রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে বুধবার সরব হলেন বিআরএস বিধায়ক কেটি রামা রাও। রাজ্যে কৃষিকাজ ও পানীয় জলের সংকট চরম আকার নিয়েছে তার সুরাহা না করে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজনে ৫৫ কোটি টাকা খরচ করেছে।
বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে কেটি রাও বলেন, “রাজ্যে কৃষকদের দুর্দশা চরম আকার নিয়েছে। কৃষকরা আত্মহত্যা করছেন। অথচ রাজ্যের সরকার সেই সমস্যার সুরাহা না করে সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করতে ব্যস্ত। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনও প্রাসঙ্গিকতা নেই।” সুর চড়িয়ে তিনি আরও বলেন, “সরকারকে ব্যাখ্যা দিতে হবে এই ধরনের প্রতিযোগিতা কীভাবে রাজ্যে কর্মসংস্থান বা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে কার্যকরী হয়ে উঠবে। কেন এই অনুষ্ঠান আয়োজনে সরকার ৫৫ কোটি টাকা খরচ করল?”
কেটি আর-এর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর পালটা বিআরএস নেতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রোহিন রেড্ডি। তিনি বলেন, “কেটি আর মানসিকভাবে অসুস্থ। ওরা এখন কৃষকদের প্রতি এত দরদ দেখাচ্ছে, অথচ ওরা যখন ক্ষমতায় ছিল তখন প্রতিশ্রুতি অনুযায়ী ১ লক্ষ টাকা কৃষিঋণ মুকুব করেনি। কিন্তু আমাদের রেবন্ত রেড্ডির সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের ২ লক্ষ টাকা ঋণ মুকুব করা হয়েছে।”
পাশাপাশি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতা। এই অনুষ্ঠান উপলক্ষে ১৯০টি দেশের মানুষ আমাদের রাজ্যে আসবেন। যা রাজ্যের পর্যটনের জন্য তো বটেই অর্থনীতিতেও বড় অবদান রাখবে।” শুধু তাই নয়, বিআরএস নেতার অভিযোগ খারিজ করে বলেন, “এই অনুষ্ঠানের জন্য মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং তেলেঙ্গানা সরকারের মধ্যে ২৭ কোটি টাকার চুক্তি হয়েছে। যার মধ্যে ৫ কোটি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বাকি টাকা স্পনসররা বহন করবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.