Advertisement
Advertisement
Kolkata RG Kar Doctor Murder

‘যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার’, আর জি কর কাণ্ডে মমতার পাশে অখিলেশ

শাসকদলের অভিযোগ, রাজ্যের 'বাম-রাম' শিবির এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। অখিলেশও খানিকটা সেই সুরেই শাসকদলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন।

Kolkata RG Kar Doctor Murder: Akhilesh Yadav Defends Mamata Banerjee

Published by: Subhajit Mandal
  • Posted:August 17, 2024 6:09 pm
  • Updated:August 17, 2024 6:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী বিরোধিতা করেছেন। ‘স্থানীয় প্রশাসন’কে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। কংগ্রেসের রাজ্য নেতারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। তবে আর জি কর কাণ্ডে ইন্ডিয়া জোটের আরেক সঙ্গীকে পাশে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

শুক্রবার আর জি কর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা। তিনি খুব ভালো করে বোঝেন একজন মহিলার যন্ত্রণা। তিনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সরকারই চেয়েছে সিবিআই বা অন্য কোনও এজেন্সি এই বিষয়টির তদন্ত করুক। কিন্তু একই সঙ্গে বলতে হবে, বিজেপির এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।”

Advertisement

[আরও পড়ুন: ওষুধের বাক্সে তেজস্ক্রিয় পদার্থ! আতঙ্ক লখনউ বিমানবন্দরে]

উল্লেখ্য, আর জি কর কাণ্ড নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছে বিজেপি। সেই সঙ্গে সুর মেলাচ্ছে বাম এবং কংগ্রেসও। বিরোধীদের দাবি, সরকারের তরফে তদন্তে গাফিলতি হয়েছে। মূল অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে। রাজ্যের আমনাগরিক, বুদ্ধিজীবী মহলের একাংশও এই অভিযোগে পথে নেমেছেন।

[আরও পড়ুন: জমি দুর্নীতির অভিযোগ! কাঠগড়ায় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া]

তৃণমূল অবশ্য শুরু থেকেই বলে আসছে তদন্তে কোনও গাফিলতির প্রশ্ন নেই। আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসি চায় শাসকদলও। খোদ মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন। সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে বলে সরব হয়েছেন। একই সঙ্গে শাসকদলের অভিযোগ, রাজ্যের ‘বাম-রাম’ শিবির এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। অখিলেশও খানিকটা সেই সুরেই শাসকদলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন। ইন্ডিয়া জোটের অন্দরে তৃণমূলের সঙ্গে সমাজবাদী পার্টির সমীকরণ কতটা মসৃণ, সেটা আরও একবার স্পষ্ট হল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement