Advertisement
Advertisement

Breaking News

Nitish Kumar

বোমা মেরে নীতীশের দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি, কলকাতা থেকে গ্রেপ্তার অভিযুক্ত

বেগুসরাইয়ের বাসিন্দা ওই অভিযুক্ত বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি পানের দোকান চালাত।

Nitish Kumar: A man arrested for sending email threat to blow Bihar CM's office

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 6, 2024 1:25 pm
  • Updated:August 6, 2024 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এই ঘটনার তদন্তে নেমে কলকাতা থেকে গ্রেপ্তার করা হল এক অভিযুক্তকে। সোমবার বউবাজারে অভিযান চালিয়ে পাটনা পুলিশ গ্রেপ্তার করে একান্ন বছর বয়সি এক ব্যক্তিকে। যিনি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বিহার পুলিশ সূত্রে খবর, গত ১৬ জুলাই এক হুমকি ইমেল আসে বিহারের মুখ্যমন্ত্রীর দপ্তরে। যেখানে বলা হয়, পাটনার মুখ্যমন্ত্রীর দপ্তর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পাক জঙ্গি সংগঠন আল কায়েদার নাম করে এই ইমেল পাঠানো হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়। সচিবালয়ের তরফে গত ২ আগস্ট পাটনা থানায় এই বিষয়ে এফআইআরও দায়ের হয়। এর পরই গোটা ঘটনার তদন্তে নামে বিহার পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে অবশ্য কোনও জঙ্গি যোগের পাওয়া যায়নি এই ঘটনায়। কে বা কারা এই মেল পাঠিয়েছিল তার তদন্তে নেমে উঠে আসে কলকাতা যোগ।

Advertisement

[আরও পড়ুন: সেনাশাসন নয়, ‘দেশ গড়তে’ ইউনুসকেই চাইছে বাংলাদেশের আন্দোলনকারীরা]

এর পর সোমবার কলকাতার বউবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় একান্ন বছর বয়সি অভিযুক্তকে। কলকাতায় থাকলেও তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি পানের দোকান চালাত অভিযুক্ত। সংবাদ সংস্থা এএনআইকে পটনার সিনিয়র পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছেন, ধৃত ব্যক্তি যে মোবাইল থেকে ইমেল পাঠিয়েছিল সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে জঙ্গি যোগের কোনও প্রমাণ পওয়া যায়নি।

যদিও অভিযুক্ত কেন এমন হুমকি মেল পাঠাল মুখ্যমন্ত্রীর দপ্তরে তা এখনও স্পষ্ট নয়। ধৃতকে ট্রানজিট রিমান্ডে পটনায় নিয়ে গিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement