প্রতীকী ছবি
অর্ণব আইচ ও নিরুফা খাতুন: বিহার থেকে উদ্ধার কলকাতার অপহৃত ব্যবসায়ী। অপহরণের তিনদিনের মাথায় মিলল খোঁজ। গ্রেপ্তার এক অভিযুক্ত। মোবাইলের টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা।
অপহৃত ব্যবসায়ীর নাম মোহন চক্রবর্তী। তিনি দুষ্প্রাপ্য তথা অ্যান্টিক মূর্তির বেচাকেনা করতেন। সেই সূত্র ধরেই বিহারের গয়ায় গিয়েছিলেন। সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ফোন করে পরিবারের কাছ থেকে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। এর পরই ২৫ জুলাই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করে মোহনের পরিবার। সেই অভিযোগর উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছিল পুলিশ। শেষমেশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে বিহারের গোয়ায় পৌঁছে যায় কলকাতা পুলিশের গোয়েন্দারা।
মোহনকে উদ্ধার করা হয়। সেখান থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। কিন্তু তাঁর কথাবার্তায় পুলিশ সন্তুষ্ট না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চলছে। দুজনকেই কলকাতায় নিয়ে আসা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মোহনের কাছ থেকে অ্যান্টিক বস্তুটি ছিনিয়ে নিতেই অপহরণ করা হয়েছিল। পুরো বিষয়টি জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।\
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.