Advertisement
Advertisement

Breaking News

Kerala

চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি, পুরুষাঙ্গ প্রদর্শন! ঘটনার লাইভ করলেন নির্যাতিতা

পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে।

Kochi young woman helped police arrest a man who allegedly misbehaved on bus। Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Biswadip Dey
  • Posted:May 18, 2023 9:00 pm
  • Updated:May 18, 2023 9:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত বাসে এক তরুণীর শ্লীলতাহানি ও তাঁকে পুরুষাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেপ্তার হল এক অভিযুক্ত। ওই তরুণী নিগ্রহের মুখে পড়েও ঠান্ডা মাথায় ঘটনাটি লাইভ করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে চেঁচিয়ে প্রতিবাদও করেন। বেগতিক দেখে চম্পট দিতে চেয়েছিল অভিযুক্ত। কিন্তু বাসের কন্ডাক্টর ও চালক তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। এমনই এক ঘটনার সাক্ষী হল কেরল (Kerala)।

ঠিক কী হয়েছিল? কোচির এর্নাকুলাম জেলায় এক চলন্ত বাসে ঘটনাটি ঘটে। নির্যাতিতা তরুণী জানিয়েছেন, তাঁর পাশে এসে বসেছিল অভিযুক্ত। প্রথমে সে ভাল ব্যবহারই করছিল। কিন্তু খানিকক্ষণ পর থেকেই সে ওই তরুণীর সঙ্গে দুর্ব্যবহার (Misbehavior) শুরু করে। তার শরীরের নানা স্থানে কুস্পর্শ করতে থাকে। এরপর সে প্যান্টের চেন খুলে নিজের পুরুষাঙ্গটি বের করে ফেলে। ঠিক সেই সময়ই ফোন বের করে ওই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে থাকেন তরুণী। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে থাকেন। সেই সঙ্গে চেঁচিয়ে অভিযুক্তর আচরণের প্রতিবাদ করতে থাকেন।

Advertisement

[আরও পড়ুন: ওহ লাভলি! টলিউডে পা রেখেই সুপারস্টার, সুইমিংপুলে ‘মদনদা’র ‘নায়িকা-বিলাস’]

তরুণী জানিয়েছেন, তিনি চিৎকার করা সত্ত্বেও অধিকাংশ যাত্রীই কোনও প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু বাসের কন্ডাক্টর এগিয়ে আসেন। বেগতিক দেখে বাস থেকে নেমে পালাতে চায় অভিযুক্ত। তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন বাসের চালক ও কন্ডাক্টরও। স্থানীয় আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।

[আরও পড়ুন: এগরা বিস্ফোরণ: ৪৮ ঘণ্টা পর মিলল সাফল্য, ওড়িশা থেকে পুলিশের জালে ভানু বাগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement