Advertisement
Advertisement

Breaking News

Jio গ্রাহকরা এখনও পাবেন ৩ মাসের ফ্রি 4G ডেটা, জেনে নিন কী করে

সব জল্পনার অবসান! কী করতে হবে ফ্রি ফোর-জি ডেটা পেতে, 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'-কে জানালেন জিও-র মুখপাত্র৷

know how to avail Reliance Jio Summer Surprise offer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 7, 2017 5:34 am
  • Updated:April 7, 2017 5:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাই-এর নির্দেশে বন্ধ হয়ে যাচ্ছে রিলায়েন্স জিও-র ‘সামার সারপ্রাইজ অফার’৷ জিও প্রাইম মেম্বার হওয়ার মেয়াদও আর বাড়ছে না৷ বৃহস্পতিবার জিও-র তরফে পাঠানো এক প্রেস বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে৷

বৃহস্পতিবার রাতে ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে,” টেলিকম নিয়ামক সংস্থার নির্দেশ মেনে ৩ মাসের কমপ্লিমেন্টারি অফার দ্রুতই প্রত্যাহার করা হচ্ছে৷” সংস্থা সূত্রে আরও জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই জিও সামার সারপ্রাইজ অফার প্রত্যাহার করা হবে৷ তবে যাঁরা ইতিমধ্যেই ৩০৩ বা তার বেশি টাকার রিচার্জ করে ফেলেছেন, তাঁরা ওই অফার পাবেন৷ এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জল্পনা, তবে কি যাঁরা বৃহস্পতিবার রাতে বা শুক্রবার দিনভর রিচার্জ করবেন, তাঁরা ওই সামার সারপ্রাইজ অফার পাবেন? এই প্রতিবেদনে রইল সেই উত্তর৷

Advertisement

[এভাবেই প্রতিদিন ২ জিবি করে ফ্রি 4G ডেটা পাবেন Jio-তে]

গত ৩১ মার্চ রাতে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ঘোষণা করেন, ৩০৩ টাকা বা তার বেশি টাকার রিচার্জ করলে জিও প্রাইম মেম্বাররা অতিরিক্ত তিন মাস ফ্রি ফোর-জি ডেটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে৷ প্রাইম মেম্বার হওয়ার মেয়াদও বাড়ায় সংস্থা৷ ১৫ এপ্রিল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়৷ কিন্তু বৃহস্পতিবার রাতে ট্রাইয়ের নির্দেশে ওই অফার প্রত্যাহার করতে হয় সংস্থাকে৷ কিন্তু প্রেস বিবৃতির একেবারে শেষদিকে জিও জানিয়েছে, ‘আসন্ন কয়েকদিনের মধ্যে ওই অফার প্রত্যাহার করা হবে৷’ সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলিও বারবার জানাচ্ছে, অবিলম্বে নয়, তবে দ্রুতই প্রত্যাহার করা হবে সামার সারপ্রাইজ অফার৷

[প্রাইম মেম্বারশিপ না নিলে বন্ধ হবে Jio-র পরিষেবা?]

আজ সংবাদ প্রতিদিন ডিজিটাল’-কে কলকাতায় জিও-র এক মুখপাত্র জানিয়েছেন, তিন মাস ফ্রি ফোর-জি ডেটা পাওয়ার অফার এখনই প্রত্যাহার করছে না সংস্থাটি৷ তবে যে কোনও সময় অফারটি প্রত্যাহার করা হতে পারে৷ অফারটি পেতে অবিলম্বে গ্রাহকদের প্রাইম মেম্বার হতে এবং ৩০৩ টাকা বা তার চেয়ে বেশি টাকার রিচার্জ করার পরামর্শ দিচ্ছেন জিও-র মুখপাত্র৷ তিনি বলছেন, ‘ফ্রি অফারটি এখনও চালু রয়েছে৷ অবিলম্বে রিচার্জ করলে সামার সারপ্রাইজ অফারের সব সুবিধাই মিলতে পারে৷’ অন্যদিকে, গতকাল রাত থেকেই জিও ইউজাররা রিচার্জ করার জন্য দোকানে দোকানে লম্বা লাইনে দাঁড়িয়েছেন৷ অনেকেই অনলাইনে রিচার্জ করতে গিয়েছেন, কিন্তু অতিরিক্ত ট্রাফিকের জন্য একাধিকবার লিঙ্ক ফেলিওর হয়েছে বলেও অভিযোগ এসেছে৷

সামার সারপ্রাইজ’ দিয়ে চমক দিয়েছিলেন মুকেশ আম্বানি। বাড়িয়েছিলেন প্রাইম মেম্বরশিপ নেওয়ার মেয়াদ। এমনকী ৩০৩ টাকা বা তার বেশি টাকার রিচার্জ করলে তিন মাস ফ্রি পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন।  কিন্তু সে অফার ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। সে নির্দেশ মেনেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ১৫ দিনের জন্য প্রাইম মেম্বরশিপ বাড়ানোর যে প্রক্রিয়া শুরু করেছে জিও, তা বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাই। একই সঙ্গে তিন মাসের কমপ্লিমেন্টারি অফারও বন্ধ করতে বলা হয়েছে।

[Jio গ্রাহকদের জন্য সুখবর, আরও তিন মাস বাড়ল ফ্রি পরিষেবা]

জিও-র ফ্রি পরিষেবা নিয়ে ট্রাইয়ের নির্দেশিকা লঙ্ঘন হচ্ছে বলে আগেও অভিযোগ তুলেছিল এয়ারটেল-সহ অন্যান্য টেলিকম সংস্থাগুলি। যদিও তারপরেও ফ্রি পরিষেবা চালিয়ে যায় সংস্থাটি। এর মধ্যেই ফ্রি পরিষেবার একেবারে শেষের মুখে চমক দেন আম্বানি। জানান, বাড়ানো হয়েছে আরও তিন মাস ফ্রি পরিষেবা। তবে তার জন্য ৩০৩ টাকা বা আরও বেশি টাকার রিচার্জ করতে হত। উপহার হিসেবে তিন মাসের ফ্রি পরিষেবা কমপ্লিমেন্টারি হিসেবে পেতেন জিও গ্রাহকরা। কিন্তু এদিন ট্রাইয়ের নির্দেশে সেই পরিষেবা এবার বন্ধের মুখে।

এতদিন জিও প্রাইম মেম্বার প্ল্যানে আরও বেশি সংখ্যায় গ্রাহকদের আকর্ষণ করতে অফারে খামতি রাখেনি জিও। জিও প্রাইম মেম্বার হলে ক্যাশব্যাক অফারও দিচ্ছে জিও৷ গত পয়লা মার্চ থেকে রিলায়েন্স জিও প্রাইম মেম্বারশিপের আবেদন গ্রহণ করছে৷ হ্যাপি নিউ ইয়ার অফারে যে যে পরিষেবা ফ্রি-তে মিলত, সেই সমস্ত পরিষেবা পেতে হলে এককালীন ৯৯ টাকা ও প্রতি মাসে ৩০৩ টাকা করে খরচ করতে হবে জিও গ্রাহকদের৷ এর জন্য আপনাকে স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ‘জিও মানি’ অ্যাপটি৷ নতুন প্ল্যান মোতাবেক, এই অ্যাপ মারফত রিচার্জে আপনি পাবেন ৫০ শতাংশ ক্যাশব্যাক৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিলে পাবেন ৫০ শতাংশ অর্থাৎ ৫০ টাকা ক্যাশব্যাক৷ এরপর আপনাকে প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পরিষেবা পেতে হলে আরও ৩০৩ টাকার রিচার্জ করতে হবে৷ জিও মানি অ্যাপ মারফত সেই রিচার্জেও আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক৷

[নতুন গ্রাহকদের ফ্রি-তে ১০০ জিবি হাই স্পিড ডেটা দিচ্ছে Jio]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement