ভারতে দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ২৭৩। পশ্চিমবঙ্গেও মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ২০৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১,০৭৬ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১১: কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের এক কর্মীর অকাল মৃত্যু। সহকর্মীদের কর্মবিরতির জেরে শনিবার বন্ধ হয়ে গেল ‘বার্থ ও ডেথ সার্টিফিকেট’ দেওয়ার কাজ। অভিযোগ, অমিত পাখিরা নামে ওই কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সকাল থেকে কর্মবিরতি শুরু করে সহকর্মীদের দাবি, করোনা সংক্রমণ রুখতে পিপিই বা অন্যান্য নিরাপত্তার ব্যবস্থার না করলে কাজ যোগ দেব না। স্বভাবতই এদিন কেউ দুই সার্টিফিকেট পাননি। যদিও মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম সটান করোনায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন। বলেন, “মৃত্যুর ঘটনা অবশ্যই দুঃখজনক। কিন্তু উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।” প্রতিটি বিভাগেই সামনের কাউন্টারে কাঁচের দেওয়াল বসানো হচ্ছে। একটি কর্পোরেট সংস্থা মুখ্যপ্রশাসকের অফিসে কাঁচের কাউন্টার বসাতে গিয়েছিল, তাদের আগে অন্য সমস্ত বিভাগে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে পুরমন্ত্রী জানান। তবে সোমবারও ওই বিভাগে কাজ শুরু করবেন কিনা তা এদিন রাত পর্যন্ত জানাননি ধর্মঘটীরা।
রাত ৯.৫১: এবার থেকে হিমাচল প্রদেশের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।
Himachal Pradesh Raj Bhvan has issued an order, asking people visiting the Raj Bahavn to meet the Governor to get COVID-19 negative test report: Rakesh Kanwar, Secretary to the Governor
— ANI (@ANI) July 18, 2020
রাত ৯.৪৪: রাঁচিতে আরও নতুন চারটি কোভিড কেয়ার সেন্টার খোলা হল।
Four new COVID care centers have been set up in Ranchi, Jharkhand for for asymptomatic patients, with a combined capacity of 313 beds. One of the centers, PARAS HEC is equipped with ICU facility: Ranchi district administration
— ANI (@ANI) July 18, 2020
রাত ৯.৩৬: রাজস্থানে নতুন করে করোনা আক্রান্ত আরও ৭১১ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
711 new #COVID19 positive cases, 7 deaths, 518 recovered and 453 discharged in Rajasthan today. The total number of positive cases in the state rises to 28,500 including 553 deaths, 21,144 recovered and 20,459 discharged: State health department pic.twitter.com/ovrD9zNbH7
— ANI (@ANI) July 18, 2020
রাত ৯.০৫: এবার করোনায় আক্রান্ত এগরার বিধায়ক সমরেশ দাস। গত কয়েকদিন ধরেই সমরেশ বাবুর শরীর ভালো যাচ্ছিল না। দিনদুয়েক আগে থেকেই তাঁর জ্বর এসেছিল। এরপর আর দেরি না করে তিনি নিজের করোনা সংক্রমণ হয়েছে কিনা, তা নিশ্চিত করার জন্য লালারস পরীক্ষা করতে পাঠান। শনিবার সন্ধেয় তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায় বলে জানা গিয়েছে। এরপরই বিধায়ক সমরেশ দাসকে পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
রাত ৮.৪০: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা টপকে গেল ৩ লক্ষের গণ্ডি।
8,348 new #COVID19 positive cases, 144 deaths and 5,307 discharged in Maharashtra today. The total number of positive cases in the state rises to 3,00,937 including 1,65,663 discharged and 11,596 deaths: State health department
— ANI (@ANI) July 18, 2020
রাত ৮.২৫: গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৯৮ জন। এই প্রথম দুহাজারের গণ্ডি পের হল সংক্রমিতের সংখ্যা। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে ৬৪৮ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। রাজ্যে মোট আক্রান্ত একলাফে বেড়ে দাঁড়াল ৪০ হাজার ২০৯-এ। একদিনে করোনার বলি ২৭ জন। বাংলায় এই মারণ ভাইরাস কেড়ে নিয়েছে ১ হাজার ৭৬ জনের প্রাণ।
রাত ৮.০০: করোনা মোকাবিলায় ২০ থেকে ২২ জুলাই বন্ধ থাকবে কলকাতা হাই কোর্ট। ২৪ জুলাইও আদালত চত্বর বন্ধ রাখা হবে। জানিয়ে দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি।
All judicial and administrative works of the Calcutta High Court shall remain suspended from July 20 till July 22 and also on July 24: Chief Justice, Calcutta High Court #COVID19 pic.twitter.com/yah4ZzQjKK
— ANI (@ANI) July 18, 2020
সন্ধে ৭.৩৫: দেশজুড়ে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হলেও সুস্থতার হার ৬৩ শতাংশ। জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
সন্ধে ৭.০০: বিহারে ক্রমশই ভয়ংকর আকার ধারণ করছে করোনার চেহারা। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল সে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
সন্ধে ৬.৪৭: কেরলের তিরুঅনন্তপুরমের ‘ক্রিটিক্যাল কনটেনমেন্ট জোনে’ ১৮ জুলাই অর্থাৎ আজ রাত ১২টা থেকে ২৮ জুলাই পর্যন্ত লকডাউন জারি করা হল।
Kerala: Thiruvananthapuram District Collector declares & divides coastal areas of the district in three ‘critical containment zones’. “The zones will be kept under complete lockdown from 12 midnight of July 18 to midnight of July 28,” the order reads. pic.twitter.com/gpSs5ETgDX
— ANI (@ANI) July 18, 2020
সন্ধে ৬.২৩: সোমবার থেকে দু’সপ্তাহের জন্য আংশিক লকডাউন ঘোষিত হল অসমের গুয়াহাটিতে। ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে অফিসে। অটো-ট্যাক্সি চলবে। রাস্তার দু’ধারের দোকানগুলি ঘুরিয়ে-ফিরিয়ে খোলা হবে। আর সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। শনি ও রবিবার সম্পূর্ণ লকডাউন থাকবে।
সন্ধে ৬টা: দেরাদুনে মোট ১১০ জন জওয়ান করোনায় আক্রান্ত বলে জানালেন উত্তরাখণ্ডের মু্খ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাউত। এঁদের মধ্যে গত দু-তিন দিনেই ১০০ জন সংক্রমিত হয়েছেন।
বিকেল ৫.৫১: মুম্বইয়ের ধারাভিতে নতুন করে ছ’জনের শরীরে থাবা বসাল করোনা। সেখানে অ্যাকটিভ কেস বেড়ে ১০৭। জানাস বিএমসি।
Six new COVID-19 cases reported in Dharavi area of Mumbai today, taking active cases in the area to 107: Brihanmumbai Municipal Corporation
— ANI (@ANI) July 18, 2020
বিকেল ৫.২০: কোভিড মোকাবিলায় উপসর্গহীন কিংবা সামান্য উপসর্গযুক্তদের হোম আইসোলেশনেই থাকার পরামর্শ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এক্ষেত্রে সবরকম সাহায্যের জন্য একটি টোল ফ্রি নম্বরও চালু করা হল। 1800313444222- এর নম্বরে ফোন করলেই মিলবে পরিষেবা। জানালেন রাজীব সিনহা।
বিকেল ৫.০০: রাজ্যজুড়ে নতুন করে লকডাউনের কোনও পরিকল্পনা নেই। তবে করোনা মোকাবিলায় কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে। জানালেন বাংলার মুখ্যসচিব রাজীব সিনহা।
The state government has no plans for introducing lockdown in the state but there will be strict lockdown only in containment zones. There is no plan for further lockdown: West Bengal Chief Secretary Rajiva Sinha. #COVID19 pic.twitter.com/wQIAxeknk5
— ANI (@ANI) July 18, 2020
বিকেল ৪.৪০: করোনা আক্রান্ত চন্দ্রকোণা এক নম্বর ব্লকের বিডিও অভিষেক মিশ্র। শনিবার তাঁকে শালবনী কোভিড হাসপাতালে ভরতি করা হয়। অভিষেকবাবুর স্ত্রী ও ছেলেরও লালারস পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যদপ্তরের নির্দেশ মেনে তাঁরা হোম কোয়োরেন্টাইনে রয়েছেন। এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, জয়েন্ট বিডিও-সহ মোট ১৬ জনের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে তাঁদের লালারস সংগ্রহ করা হয়েছে।
বিকেল ৪.১৫: উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত ১৯৮৬ জন। সে রাজ্যে বর্তমানে অ্যাকটিভ কেস ১৭ হাজার ২৬৪। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮,৬৬৪ জন। যোগীর রাজ্যে করোন প্রাণ কেড়েছে ১ হাজার ১০৮ জনের। জানিয়েছে স্বাস্থ্যদপ্তর।
1,986 new #COVID19 positive cases reported in the state in last 24 hours. The total active cases now stand at 17,264. A total of 28,664 people have been discahrged after recovering from the disease, death toll 1,108: Uttar Pradesh Principal Health Secretary Amit Mohan Prasad pic.twitter.com/qKeFERvg3N
— ANI UP (@ANINewsUP) July 18, 2020
দুপুর ৩.৪২: গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে আক্রান্ত ৬,২৩৪ জন। সে দেশে এখনও পর্যন্ত কোভিড রোগীর সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ৪৭৩।
দুপুর ৩.২০: করোনাকে জয় করে পুরোপুরি সুস্থ আপ নেত্রী অতীশী। শনিবার দিল্লির এক হাসপাতালে প্লাজমা দান করলেন তিনি।
Delhi: AAP leader Atishi donates blood plasma at Institute of Liver and Biliary Sciences in Vasant Kunj. pic.twitter.com/fmHgQTzK9w
— ANI (@ANI) July 18, 2020
দুপুর ২.৪৫: পাকিস্তানে সংক্রমিতের সংখ্যা ছাড়াল ২ লক্ষ ৬০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত ১৯০০-রও বেশি মানুষ। এখনও পর্যন্ত দে দেশে করোনার বলি ৫, ৫২২ জন।
দুপুর ২.২০: করোনা আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছরে প্রাণ হারালেন ভোপালের সিআইডি ডিএসপি প্রকাশ গৌতম।
দুপুর ১.৫০: রঘুনাথগঞ্জের বিধায়ক মহম্মদ আখরুজ্জামানের স্ত্রী, ছেলে, গাড়ির চালক ও তাঁর নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত। বিধায়ক ও বাকি আক্রান্তরা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি।
দুপুর ১.০০: করোনা মোকাবিলায় জরুরি সোশ্যাল ডিসটেন্সিং। এবার তাই লোকাল ট্রেনে টিকিটের বদলে QR কোড চালু করছে মহারাষ্ট্র।
দুপুর ১২.৩০: কেরলে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। মেনে নিলেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। তিনি জানান, ক্লাস্টার এলাকার মধ্যে গোষ্ঠীসংক্রমণের মাত্রা বেশি।
Today, there are 84 clusters in Kerala. Inside the clusters, local transmission is more than 50%, but outside the clusters it is below 10%. We should prevent cluster forming & community spread of infection: Kerala Health Minister KK Shailaja pic.twitter.com/ZZyhDIUhOc
— ANI (@ANI) July 18, 2020
দুপুর ১২.০০: হরিদেবপুরের ৫ মাসের শিশুর করোনায় মৃত্যু, হোম আইসোলেশনেই চলছিল চিকিৎসা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে যেতেই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দুপুর ১১.৫০: করোনা আবহে প্রত্যেক তৃণমূল কর্মীকে ১০টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে। শনিবার যুবশক্তি কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক লাইভে বললেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সকাল ১১টা: করোনা আবহে কীভাবে হবে ভোটের প্রচার। সভা-সম্মেলন করার বিষয়েই বা কী ভাবা হচ্ছে? জাতীয় ও আঞ্চলিক সমস্ত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে নিজেদের পরিকল্পনার কথা জানাতে বলল নির্বাচন কমিশন।
Election Commission of India has asked national and regional political parties to send in their views and suggestions on how to conduct election campaigns and public meetings, in view of COVID19 pandemic. The last date for sending suggestions is July 31. pic.twitter.com/Na9GF7STO9
— ANI (@ANI) July 18, 2020
সকাল ১০.৩৩: শারীরিক অবস্থার অবনতি ঘটায় শুক্রবার রাতে নানাবতী হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও মেয়ে আরাধ্যায়। এদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানাল, মা-মেয়ে দু’জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে আক্রান্ত হলেন ৩৪ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে ৬৭১ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে চিকিৎসাধীন ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৫৩ হাজার ৭৫১ জন আর মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৩ জনের।
সকাল ৯.১৫: ১৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে এক কোটি ৩৪ লক্ষ ৩৩ হাজার ৭৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে শুক্রবার ৩ লক্ষ ৬১ হাজার ২৪টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল আইসিএমআর (ICMR)।
1,34,33,742 samples tested for #COVID19 till 17th July, of these 3,61,024 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/vkIsrx2yeS
— ANI (@ANI) July 18, 2020
সকাল ৯টা: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে পরীক্ষা সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল ইউজিসি (UGC)। তার মধ্যে ৭৭৫টি বিশ্ববিদ্যালয়ের পাঠানো তথ্য থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৯৪টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। আর ৩৬৬টি বিশ্ববিদ্যালয় আগস্ট বা সেপ্টেম্বর মাসে পরীক্ষা নেওয়া পরিকল্পনা করেছে।
Universities were approached to inform status of conduct of examination. Response received from 755 Universities (120 Deemed, 274 Private, 40 Central & 321 State). Of these 194 have already conducted examination & 366 are planning to conduct examination in August/September: UGC pic.twitter.com/2BnxpzDtEv
— ANI (@ANI) July 18, 2020
সকাল ৮.৩০: গত ১০০ ঘণ্টায় নজির গড়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ১০ লক্ষের বেশি।
সকাল ৮টা: সংক্রমণ বৃদ্ধির জেরে গোয়ায় ফের লকডাউন জারি হয়েছে। আগামী সোমবার ১০ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনতা কারফিউ জারি করেছে সরকার।
Goa: Streets in Panaji wear a deserted look on the second day of complete lockdown.
The state government has announced ‘Janata Curfew’ between 8 pm and 6 am till August 10 and complete lockdown for this weekend. pic.twitter.com/rP3fFyyjUM
— ANI (@ANI) July 18, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.