Advertisement
Advertisement

Breaking News

আইএসআইয়ের সঙ্গে যোগসাজশ ছিল ধৃত খলিস্তানি জঙ্গিনেতার

মিন্টুকে জেরায় যে সমস্ত তথ্য উঠে এসেছে তা শুনে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের৷

KLF terrorist Harminder Mintu exposes ISI's plan to revive militancy in Punjab
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 7:31 pm
  • Updated:November 30, 2016 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধৃত খলিস্তানি জঙ্গিনেতাকে জেরা করে ভারতে বড়সর নাশকতার ছক বানচাল করলেন গোয়েন্দারা৷ ধৃত জঙ্গি হরমিন্দর মিন্টুকে জেরা করে পাঞ্জাবে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক জানতে পেরেছেন গোয়েন্দারা৷ এতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাত রয়েছে বলে গোয়েন্দাদের কাছে খবর৷

গত রবিবার পাতিয়ালার কাছে নাভা জেল থেকে পালানোর চেষ্টা করে হরমিন্দর মিন্টু নামে এই খলিস্তানি জঙ্গিনেতা৷ তাঁকে জেল থেকে বের করতে জেলের মধ্যেই ফিল্মি কায়দায় গুলি চালায় মুখোশধারী বন্দুকবাজরা৷ বের করে নিয়ে যাওয়া হয় হরমিন্দর মিন্টুকে৷ তবে বেশি দূর যেতে পারেনি মিন্টু৷ জেল থেকে পালানোর পর দিল্লি রেলস্টেশন থেকে মিন্টুকে পাকড়াও করে পুলিশ৷ এরপরই ওই কেএলএফ জঙ্গি নেতা হরমিন্দর মিন্টুকে জিজ্ঞাসাবাদ শুরু করে গোয়েন্দারা৷

Advertisement

হরমিন্দর মিন্টুর কাছ থেকে গোয়েন্দারা জানতে পেরেছেন তাঁর অন্যতম সাগরেদ হরমিত যেখানে থাকে সেটা আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে লাহোর সংলগ্ন দেরাচল গ্রামে৷ আএসআই এর দেওয়া নিরাপত্তা বেষ্টনীতেই হরমিত জঙ্গি কার্যকলাপ চালায় বলে জেরায় জানিয়েছে মিন্টু৷ ইন্টারনেটে হরমিতের সঙ্গে গত দুদিন ধরে কথপোকথনের মাধ্যমেই জেল ভেঙে পালানোর ছক কষা হয়েছিল বলেও মিন্টু জানিয়েছে৷ তার দাবি মত কম্বোডিয়া, লাওস, মায়ানমার, তাইল্যান্ডে আইএসআই-এর যে ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলো থেকেই তারা পাঞ্জাবে নাশকতার ছক কষেছিল৷

এখানেই শেষ নয়, মিন্টুকে জেরায় যে সমস্ত তথ্য উঠে এসেছে তা শুনে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের৷ একটি হাওলা চ্যানেলের মাধ্যমে নাকি কেএলএফ ফান্ডে টাকা আসত৷ ৫ ডিসেম্বর পর্যন্ত এই কেএলএফ নেতাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement